গাজীপুরে বন্ধুর সাথে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী
বাসায় ফেরার পথে ওই এলাকার মক্কা মসজিদের সামনে পৌঁছালে পাঁচজন যুবক তাদের অটোরিকশার গতিরোধ করে
গাজীপুরে বন্ধুর সাথে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে এক স্কুলছাত্রী (১৩)। সে স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানায় মামলা দায়ের করেছেন।
শুক্রবার (১৫ অক্টোবর) সিটি করপোরেশনের কাউলতিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
তিনি জানান, শুক্রবার ওই স্কুলছাত্রী তার এক বন্ধুর সাথে ব্যাটারিচালিত অটোরিকশা দিয়ে কাউলতিয়া এলাকায় ঘুরতে যায়। এক ঘণ্টা পর দুপুর সোয়া ১২ টায় বাসায় ফেরার পথে ওই এলাকার মক্কা মসজিদের সামনে পৌঁছালে পাঁচজন যুবক তাদের অটোরিকশার গতিরোধ করে। তাদের মধ্যে থেকে দুই যুবক ছাত্রীর বন্ধুকে রিকশা থেকে নামিয়ে গজারি বনের দিকে নিয়ে যায়। অপর তিন যুবক ছাত্রীকে তাদের মোটরসাইকেলে তুলে পাশের পোড়াবাড়ী এলাকার একটি ভাড়া ঘরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে।
ঘটনার দুই ঘণ্টা পর দুপুর সোয়া দুইটার দিকে ওই যুবকেরা ভয়ভীতি দেখিয়ে ছাত্রীকে ঘর থেকে বের করে দেয়। অসুস্থ অবস্থায় ওই ছাত্রী বিকেলে বাড়ি ফিরে স্বজনদের কাছে ঘটনার বিস্তারিত খুলে বলে। পরে পরিবারের লোকজনদের সাথে পরামর্শ করে সোমবার থানায় মামলা দায়ের করে ছাত্রীর মা।