গার্ডার দুর্ঘটনা বিষয়ে বাংলাদেশ পদক্ষেপ নেবে: চীনের রাষ্ট্রদূত
সম্প্রতি ঘটে যাওয়া উত্তরার নির্মাণাধীন বিআরটিএ প্রকল্পের দুর্ঘটনার দোষীদের বিরুদ্ধে বাংলাদেশ সরকার ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেছেন বিদায়ী চীনের রাষ্ট্রদূত লি জিমিং।
সোমবার পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে চীনা রাষ্ট্রদূত সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
এর আগে গত ১৫ আগস্ট রাজধানীর উত্তরার জসিমউদ্দিন রোডে বিআরটি-৩ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৫০-৬০ টন ওজনের গার্ডার একটি গাড়ির পড়ে এতে শিশুসহ একই পরিবারের পাঁচজন নিহত হন।
পরে উত্তরা পশ্চিম থানায় নিহত ফাহিমা আক্তার ও ঝর্না আক্তারের ভাই আফরান মন্ডল বাবু ‘চায়না গ্যাঝুবা গ্রুপ করপোরেশনের (সিজিজিসি)’ বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে এ মামলা করেন।