চাকরির পরীক্ষায় ৩০ বছর বয়সীরা বেশি ফেল করেন: শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চাকরির পরীক্ষায় ৩০ বছর বয়সে যারা অংশগ্রহণ করেন তাদের চেয়ে ২৫ বছর বয়সীরা বেশি ভালো করেন। ৩০ বছর বয়সীদের বেশিভাগই ফেল করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চাকরির পরীক্ষায় ৩০ বছর বয়সে যারা অংশগ্রহণ করেন তাদের চেয়ে ২৫ বছর বয়সীরা বেশি ভালো করেন। ৩০ বছর বয়সীদের বেশিভাগই ফেল করেন।
১৫ মে, সোমবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, সরকারি চাকরির বয়সসীমা বাড়ানো হবে কি না?, এ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বয়সসীমা বাড়ানো নয়, শিথিল করা হয়েছে। যারা করোনা মহামারির কারণে পরীক্ষা দিতে পারেননি, শুধু তাদের ক্ষেত্রে বয়সসীমা শিথিল করা হয়েছে। তাদের অনেকে চাকরি পেয়েও গেছেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, বয়সসীমা নিয়ে অনেক আন্দোলন হলো। কিন্তু আমরা একটা পরিসংখ্যান করেছি। সেখানে দেখেছি, পরীক্ষায় ২৪-২৫ বছর বয়সীদের যে রেজাল্ট আসে, ৩০ বছর বয়সীদের তা কিন্তু আসে না। তারা বেশিরভাগ ফেল করেন।
শেখ হাসিনা বলেন, কম্পিটিশন করার, কাজ করার জন্য একটা দক্ষতা থাকতে হবে। পাশ করার একটা সময় থাকে। সেটা একটা বয়সের পর কমতে থাকে।