চোখের সামনে সমুদ্রে তলিয়ে গেল ১৩০ ফুট লম্বা প্রমোদতরী
শনিবার ইতালির দক্ষিণ উপকূলের কাছে ১৩০ ফুট লম্বা একটি প্রমোদতরী (সুপারইয়ট) সবার চোখের সামনে সমুদ্রের অতল গভীরে তলিয়ে গেছে।
‘মাই সাগা’ নামে এই প্রমোদতরীতে মোট নয়জন ব্যক্তি ছিলেন। ইতালির কোস্ট গার্ড জানিয়েছে, এটি ডুবে যাওয়ার আগে সকলকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।
গত সপ্তাহের শেষে ইতালির গণমাধ্যম কাতানজারো মারিনা দৈত্যকার প্রমোদতরীটি ডুবে যাওয়ার খবর প্রকাশ করে।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, প্রমোদতরীটি ডুবে যাওয়ার আগে সমুদ্রের পানিতে অস্বাভাবিকভাবে দুলছিল। সমুদ্রের উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াই করে একটা পর্যায়ে তলিয়ে যায় এটি।
যুক্তরাজ্যের গণমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, বৈরি আবহাওয়ার কারণে এটি ডুবে যাওয়ার সময় উদ্ধারকারী জাহাজ কিছু করতে পারেনি। তারা চেয়ে চেয়ে শুধু দেখেছে।
সুপারইয়টটাইমস নামে একটি ওয়েবসাইটের তথ্যে দেখা গেছে- প্রমোদতরীটি ২০০৭ সালে নির্মাণ করা হয়। ২০২২ সালে নতুন করে কেউ এটি আবার কেনেন।
এটিতে ক্রু এবং পর্যটকসহ একসঙ্গে ১০-১৫ জন ভ্রমণ করতে পারতেন।
ডুবে যাওয়ার সময় এটি গালিপোলি থেকে মিলাজ্জোতে যাচ্ছিল। এটিতে কেম্যান দ্বীপের পতাকা লাগানো ছিল। তাছাড়া প্রমোদতরীটিতে সব ক্রু ছিলেন ইতালিয়ান।
ডুবে যাওয়ার আসল কারণ উদঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
The Italian Coastguard rescued nine people from a sinking superyacht off the coast of Catanzaro Marina, in southern Italy.
Watch more videos from Sky News: https://t.co/8xyWy1V0ro pic.twitter.com/bE5oIqmLm3
— Sky News (@SkyNews) August 22, 2022
স্কাই নিউজ