জমে উঠেছে একুশে বইমেলা
এবারের বইমেলায় প্রথমবারের মতো লিটল ম্যাগচত্বর সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে যাওয়া হয়েছে। ফলে শুরুতে বেশ ফাঁকা দেখা গেলেও এখন পাঠকের কোলাহল বেড়েছে সে প্রাঙ্গণে।
বেড়েছে লেখকদের আড্ডার সঙ্গে পাঠক-ক্রেতাদের ভিড়। বেড়েছে বিক্রিও। জমে উঠেছে বঙ্গবন্ধু পাঠও। এখানকার নিরিবিলি পরিবেশে বসে বঙ্গবন্ধুর লেখা বইগুলো পাঠ করার সুযোগ কাজে লাগাচ্ছেন পাঠক-ক্রেতারা।
দুপুরে পাঠকের আনাগোনা একটু কম হলেও বিকেলে ভরপুর হয়ে ওঠে বাংলা একাডেমি প্রাঙ্গণও। প্রতিদিনের প্রকাশিত নতুন বইগুলোর প্রদর্শনী হয় নতুন বইয়ের স্টলে।
বই কিনতে আসা পাঠকেরা ভিড় জমান। সেই সঙ্গে প্রাঙ্গণজুড়ে চলতে থাকে ক্ষুদ্র ক্ষুদ্র আড্ডার জটলা। সন্ধ্যার পর সোহরাওয়ার্দী উদ্যান পাঠক-দর্শনার্থীতে পরিপূর্ণ হয়ে ওঠে।