জাগরণী কালচারাল সোসাইটির সরস্বতী পূজা উদযাপন
সংবাদ বিজ্ঞপ্তি
২৯ জানুয়ারি,বুধবার জাগরণী কালচারাল সোসাইটির উদ্যোগে নিউজার্সি রাজ্যের দক্ষিণ পোমনা সড়কে অবস্থিত বৈকুন্ঠ হিন্দু জৈন মন্দিরে বিদ্যা ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূজা উদযাপিত হয়েছে। এদিন সকাল থেকেই মঙ্গলালোকে উদ্ভাসিত ধূপ-ধূনোর গন্ধে মাতোয়ারা ধরণীতে বেজে উঠেছিল শান্তির মোহনীয় সুর।
সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের কাছে দেবী সরস্বতী হলেন জ্ঞান-বিদ্যা-সংস্কৃতি ও শুভ্রতার দেবী। সৌম্য অবয়ব,শুভ্র বসন, হংস সম্বলিত পুস্তক ও বীণাধারিনী দেবী সনাতনী হিন্দুদের হৃদয়ে এভাবেই বিরাজিত। অনন্তকাল ধরে শিক্ষাকে উঁচুস্তরে আসীন করা হয়েছে সনাতন ধর্মে। ঋষিরা ব্রহ্মের অনন্তশক্তির অংশকে একেকজন দেব-দেবীরূপে কল্পনা করেছেন।ব্রহ্মের যে শক্তি বিদ্যা শিক্ষা দান করেন তাকে সরস্বতী দেবী জ্ঞ্যানে পূজার্চনা করা হয়।
আটলান্টিক কাউন্টিতে বসবাসরত সনাতন হিন্দু সম্প্রদায়ের লোকজন ঐদিন পুরোহিতের পূজার্চনা শেষে দেবী সরস্বতীর পদচরণে অঞ্জলি ও পুস্পার্ঘ অর্পণ করে। অঞ্জলি প্রদান শেষে সমবেত ভক্তকুলের মাঝে প্রসাদ বিতরন করা হয়। জাগরণী কালচারাল সোসাইটি ইনকের কর্মকর্তারা সরস্বতী পূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা এবং অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।