জালালাবাদ সোসাইটি অব মিশিগানের অভিষেক অনুষ্ঠিত
যুক্তরাষ্ট্রের প্রবাসী বাঙালীদের অন্যতম সংগঠন জালালাবাদ সোসাইটি অব মিশিগানের অভিষেক ২০২২-২৪ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়ে গেল।
গতকাল (৩০ অক্টোবর) মিশিগানের হ্যামট্র্যামক শহরের গেটস্ অব কলম্বাসের ব্যানকুয়েট হলে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বর্তমান জালালাবাদ সোসাইটির সাংগঠনিক সম্পাদক সুমন কবীর। সভাপতিত্ব করেন এম ইসলাম শামীম।
নতুন সভাপতি মোহাম্মদ এ হোসেন সুলেমান ও সেক্রেটারি হাবিব রহমানকে শপথ গ্রহণ করান ইলেকশন কমিশনার এনাম উদ্দিন আহমদ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মোহাম্মদ এ হোসেন সুলেমানের সভাপতিত্বে ও হাবিব রহমানের সঞ্চালনায় উপভোগ্য অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
কিন্তু আমন্ত্রিত প্রধান অতিথি ড. কালী প্রদীপ চৌধুরী তার স্ত্রীর অসুস্থতার কারণে আসতে পারেন নি, তবে তিনি টেলিফোনে দেওয়া বক্তব্যে দর্শকদেরকে তার শুভেচ্ছা জানান।
বিশেষ অতিথি ছিলেন কানাডা থেকে আগত পরিবেশ নীতি গবেষক প্রফেসর তানভীর আহমেদ চৌধুরী ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন রুকসানা মির্জা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাজালাবাদ সোসাইটি অব মিশিগানের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের সভাপতি জাভেদ চৌধুরী।
বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সভাপতি ও আজমল হোসেইন, কানাইঘাট সমিতির বর্তমান সভাপতি এবাদুর রহমান।
বীর মুক্তিযোদ্ধা, জালালাবাদ সোসাইটি অব মিশিগানের সাবেক নির্বাচন কমিশনার শফিকুল ইসলাম আহমেদ, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি সেলিম আহমদ, সিলেট সরকারি কলেজের সাবেক ভিপি ছাত্রনেতা আবু হানীফ কুটু।
গ্রান্ড স্পন্সর আমিন রিয়েলটর বক্তব্য রাখেন আজিজ চৌধুরী, বর্তমান কমিটির কোষাধ্যক্ষ জামান আহমদ ও সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আকিত প্রমুখ। অনুষ্ঠানটির কো স্পন্সর ছিল গেইটস অব কলম্বাস।
ছবি