Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
April 25, 2025
হেডলাইন
Homeআন্তর্জাতিকট্রাম্প ক্ষমতায় থাকলে ইউক্রেন যুদ্ধ এড়ানো যেত: পুতিন

ট্রাম্প ক্ষমতায় থাকলে ইউক্রেন যুদ্ধ এড়ানো যেত: পুতিন

ট্রাম্প ক্ষমতায় থাকলে ইউক্রেন যুদ্ধ এড়ানো যেত: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার দাবি করেছেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় থাকলে ইউক্রেনে সংকট এড়ানো যেত। পুতিন আরও জানিয়েছেন, তিনি নতুন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এই সংকট নিয়ে আলোচনা করতে প্রস্তুত। রাশিয়ার একটি সম্প্রচারমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন এ কথা বলেছেন।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে, ক্ষমতায় থাকলে ইউক্রেনে যুদ্ধ হতো না। তবে এই প্রথমবার পুতিনও একই মত প্রকাশ করলেন। পাশাপাশি পুতিন আরও একবার বলেছেন, যে ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চুরি হয়েছে।

পুতিন বলেন, ‘আমি ট্রাম্পের সঙ্গে এই বিষয়ে একমত যে, যদি ২০২০ সালের নির্বাচন চুরি না হতো, তবে ২০২২ সালে যে ইউক্রেনের সংকট সৃষ্টি হয়েছে তা হয়তো ঘটত না।’

এর আগে, ট্রাম্প একাধিকবার বলেছেন যে, তিনি একদিনে ইউক্রেনে যুদ্ধ শেষ করে দেবেন। কিন্তু পরে তিনি তাঁর ইউক্রেন ও রাশিয়ার জন্য নিয়োগকৃত বিশেষ দূত কিথ কেলোগকে ১০০ দিন সময় দেন সমাধান খুঁজে বের করার জন্য। তবে নতুন ট্রাম্প প্রশাসন এখনো ইউক্রেনে শান্তির জন্য কোনো শক্ত পরিকল্পনা উপস্থাপন করেনি। তারপরও ট্রাম্প এই সপ্তাহে বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁকে বলেছেন যে, তিনি একটি চুক্তি করতে চান এবং পুতিনেরও একটি সমাধান খুঁজে বের করা উচিত।

গত বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তো, আমি মনে করি, রাশিয়ার একটি চুক্তি করার ইচ্ছা থাকা উচিত। হয়তো তারা একটি চুক্তি করতে চায়। আমি যা শুনেছি, তাতে মনে হয় পুতিন আমাকে দেখতে চায়। যত দ্রুত সম্ভব আমরা সাক্ষাৎ করব। আমি সঙ্গে সঙ্গেই সাক্ষাৎ করব। আমরা সাক্ষাৎ না করলে, প্রতিদিন যুদ্ধে সৈন্যরা মারা যাবে।’

রুশ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পুতিনের বক্তব্য থেকে মনে হয়েছে, তিনি ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে ইচ্ছুক। পুতিনে বলেন, ‘রাশিয়া এমন সাক্ষাতের জন্য সব সময় প্রস্তুত।’ পুতিন বলেন, ‘আমরা সব সময়ই বলেছি, এবং এখনো আমি আবার জোর দিয়ে বলছি, আমরা ইউক্রেনের সমস্যা নিয়ে আলোচনা করতে প্রস্তুত।’ এক দিন আগে ক্রেমলিন জানিয়েছে, তারা ট্রাম্প-পুতিন বৈঠক আয়োজনে ‘ওয়াশিংটনের সংকেতের’ অপেক্ষা করছে।

এর আগে, সুইজারল্যান্ডের দাভোসে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি সেশনে দেওয়া ভাষণে ট্রাম্প হুমকি দেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে রাজি না হলে যুক্তরাষ্ট্র মস্কোর ওপর কড়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে। তবে গতকাল শুক্রবার পুতিন সেই হুমকি নিয়ে প্রশ্ন তুলে বলছেন, এমন পদক্ষেপ আমেরিকার অর্থনীতিরও ক্ষতি করবে।

পুতিন বলেন, ‘তিনি (ট্রাম্প) শুধু একজন বুদ্ধিমান ব্যক্তি নন, তিনি একজন বাস্তববাদী ব্যক্তি। আমি কল্পনাই করতে পারি না যে, এমন সিদ্ধান্ত নেওয়া হবে যা নিজেই আমেরিকার অর্থনীতির ক্ষতি করবে।’

এদিকে, পুতিনের বক্তব্যের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পুতিন তাঁর লক্ষ্য অর্জনে ট্রাম্পকে ‘প্রভাবিত’ করার চেষ্টা করছেন। জেলেনস্কি বলেন, শুক্রবার ইউক্রেনের সুপ্রিম কমান্ডার ইন চিফ স্টাফ মিটিংয়ে ‘রাশিয়ার সামরিক ক্ষমতা এবং পুতিনের যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি এবং বিশ্বের নেতাদের প্রভাবিত করার চেষ্টা’ নিয়ে আলোচনা করা হয়েছে।

জেলেনস্কি বলেন, ‘এবং বিশেষ করে, পুতিন শান্তি অর্জনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ইচ্ছাকে নিজের মতো করে প্রভাবিত করে পরিবর্তন করতে চান। আমি নিশ্চিত যে, আর কোনো রাশিয়ান ম্যানিপুলেশন সফল হবে না।’

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment