‘তুমি বিয়ে না করে সন্তান নিতে চাইলে আমার সমস্যা নেই’
বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন। তিনি নিজেও একজন অভিনেত্রী। অমিতাভ-জয়া দম্পতির মেয়ে শ্বেতা বচ্চন এবং নাতনি নভ্যা নভেলি। অভিনয় জগত থেকে দূরেই থেকেছেন নভ্যা। ব্যস্ত থাকেন ব্যবসা ও সোশ্যাল ওয়ার্ক নিয়ে। তবে সম্প্রতি একটি পডকাস্ট খুলেছেন অমিতাভ-জয়ার এই নাতনি। পডকাস্টের নাম ‘হোয়াট দ্য হেল নভ্যা’।
নভ্যার পডাকাস্টের প্রথম শোয়ে উপস্থিত ছিলেন মা শ্বেতা বচ্চন এবং নানি জয়া বচ্চন। সেখানে জীবনঘনিষ্ঠ নানা বিষয়ে আলাপ তোলেন নানি, মা ও কন্যা। সেখানেও কথায় কথায় জয়া বচ্চন জানান, নভ্যা বিয়ে না করে সন্তান প্রসব করতে চাইলে সে বিষয়ে তার কোনো সমস্যা নেই।
জয়া বচ্চন বলেন, ‘আমাদের সময়ে আমরা কোনো এক্সপেরিমেন্ট করতে পারতাম না। সম্পর্ক শুধু ভালোবাসা, খোলা বাতাস আর মানিয়ে নেওয়ার ওপর নির্ভর করে না। লোকে হয়তো আমার কথা শুনে প্রতিবাদ করবে কিন্তু শারীরিক আকর্ষণ ও সামঞ্জস্যও জরুরি।’
তিনি আরও বলেন, ‘এখন যেহেতু পরীক্ষা-নিরীক্ষার সুযোগ আছে, তাহলে ওরা করবে না কেন? এটা দীর্ঘ সম্পর্কের জন্য জরুরি। যদি শারীরিক সম্পর্ক ঠিক না হয় তাহলে সেই সম্পর্ক বেশিদূর আগায় না। এটা খুবই গুরুত্বপূর্ণ।’
নাতনির শোয়ে জয়া আরও বলেন, ‘নভ্যার জেনারেশনের দৃষ্টিভঙ্গিই আলাদা কিন্তু তারাও এই শারীরিক সম্পর্ক স্থাপন করতে নিজেদের দোষী ভাবে, যেটা একদমই ঠিক নয়। শারীরিক সম্পর্কের পর যদি তোমার সেই সম্পর্কে থাকার ইচ্ছে থাকে তো ভালো, নইলে বেরিয়ে আসো। সেই সম্পর্ক ভালো থাকবে।
এ বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে গিয়ে তিনি বলেছেন, ‘আমি এই বিষয়টা খুবই ক্লিনিক্যালি দেখি। যদিও এখন প্রেম, ইমোশন খুবই কম দেখতে পাই, তাও আমি বলব তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করো। তোমাদের দুজনের বন্ধু হওয়া খুব জরুরি, নিজেদের মধ্যে আলোচনা করে নাও যে, আমি তোমার বাচ্চার মা হতে চাই কারণ আমি তোমাকে পছন্দ করি। আমার মনে হয় তুমি খুব ভালো। তাহলে চল আমরা বিয়ে করে নিই, কারণ আমাদের সমাজ তা চায়। তবে নভ্যা যদি বিয়ে না করেও সন্তান নিতে চায়, তাতেও আমার কোনো সমস্যা নেই।’
সূত্র: জিনিউজ ডট ইন্ডিয়া ডটকম