Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2025
হেডলাইন
Homeভারততৃণমূল এমপি মিমিকে মোদি সরকারের বিশেষ সম্মাননা

তৃণমূল এমপি মিমিকে মোদি সরকারের বিশেষ সম্মাননা

তৃণমূল এমপি মিমিকে মোদি সরকারের বিশেষ সম্মাননা

এমনিতে ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে ক্ষমতাসীন বিজেপি সরকারের আদায়-কাঁচকলায় সম্পর্ক।

তবে যাদবপুরের তৃণমূল এমপি মিমি চক্রবর্তীকে বিশেষ সম্মান জানিয়ে সবাইকে অবাক করল মোদি সরকার।

সেই সুখবর নিজেই টুইটারে শেয়ার করে জানালেন মিমি চক্রবর্তী। খবর হিন্দুস্তান টাইমসের।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দপ্তরের পক্ষ থেকে এ সম্মাননা জানানো হয় মিমিকে। মাস কয়েক আগে ১০ জন যক্ষ্মা রোগীকে দত্তক নিয়েছিলেন এ তারকা এমপি।

তাদের ভরণ-পোষণ ও চিকিৎসার সব রকম দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন মিমি। এ কারণেই সম্মানিত করা হয়েছে অভিনেত্রীকে।

গত নভেম্বর মাসে ভাঙড়ের নলমুড়ি ব্লক হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের এমপি-অভিনেত্রী মিমি চক্রবর্তী।

ভাঙড়ের জিরানগাছা ও নলমুড়ি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের দায়িত্বও পেয়েছিলেন কয়েক দিন আগে। সেখানে গিয়েই টিবি রোগীদের দত্তক নেওয়ার কথা জানিয়েছিলেন মিমি। সেই সময় প্রশংসা কুড়িয়েছিল মিমির সিদ্ধান্ত।

বৃহস্পতিবার টুইটারে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে পাওয়া প্রশংসাপত্রের ছবি পোস্ট করেন মিমি।

সেখানে ইংরেজিতে লেখা রয়েছে— প্রধানমন্ত্রী টিবিমুক্ত ভারত অভিযানকে সফল করে তুলতে টিবি রোগীদের দত্তক নিয়েছেন মিমি চক্রবর্তী। আপনার এই গুরুত্বপূর্ণ প্রচেষ্টা ভারতকে টিবিমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে সাহায্য করবে।

মোদি সরকারকে ধন্যবাদ জানিয়ে মিমি লেখেন, আমি ভারত সরকারকে ধন্যবাদ জানাতে চাই ১০ জন যক্ষ্মা রোগীকে দত্তক নেওয়ার আমার প্রচেষ্টাকে সাধুবাদ জানানোর জন্য।

আমি চাই আরও মানুষ এগিয়ে আসুক এই মহান প্রচেষ্টায় অংশ নিতে। আপনার ছোট্ট প্রয়াস অনেকের জীবন বাঁচাতে পারে।

এমনিতে মোদি সরকারের সমালোচনা করতে ছাড়েন না মিমি। তবে ভারত সরকারের তরফে এই সম্মান পেয়ে গর্বিত নায়িকা।

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment