তৃষ্ণার্ত মানুষদেরকে শাহ্ ফাউন্ডেশনের পানীয় জল ও জুস বিতরণ
ঢাকা প্রতিনিধি: নিউ ইয়র্ক ভিত্তিক প্রতিষ্ঠান শাহ্ ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার ব্যস্ততম মৌচাক এলাকার সকল শ্রেণির মানুষদেরকে পানীয় জল ও জুস বিতরণ করা হয়েছে।
আজ ৪ মে (শনিবার) মৌচাক মোড়ের ফরচুন মার্কেটের সামনের খোলা রাস্তায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ, পরীক্ষার্থী, রিকশাচালক, বাসচালক ও পথচলতি থেকে শুরু করে শ্রমজীবী মানুষের মাঝে পানীয় জল ও জুস বিতরণ করা হয়।
এ প্রসঙ্গে শাহ্ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি শাহ্ জে. চৌধুরী রূপসী বাংলাকে বলেন, আমরা সব ধরণের দুর্যোগে সবসময় মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করি। বর্তমানের
তীব্র তাপপ্রবাহের কারণে শ্রমজীবী ও দিনমজুর তো বটেই, সকলেই অনেক কষ্ট পাচ্ছেন। মানবিক দিক বিবেচনা করেই শাহ্ ফাউন্ডেশন মানুষের তৃষ্ণা নিবারণের ক্ষুদ্র এই প্রচেষ্টাটি নিয়েছে। আমরা জানি, আমাদের এই প্রচেষ্টা খুবই অপ্রতুল, কিন্তু অল্প ক’জন মানুষকে কিছুটা প্রশান্তি পেলেই আমাদের এই উদ্যোগটি সার্থক হবে।
শাহ্ জে. চৌধুরী আরও জানান, শাহ্ ফাউন্ডেশনের এই উদ্যোগটি আগামীতেও তাঁরা চলমান রাখবেন।
আয়োজনের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন রূপসী বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক ও বাংলা চ্যানেলের নিউজ রুম এডিটরমুবিন খান। তাঁকে সার্বিক সহযোগিতায় ছিলেন স্থানীয় রাজনীতিবিদ এম আর ওয়াহাব, জনপ্রশাসন পত্রিকার সহকারী সম্পাদক মাখদুম সামী কল্লোল, বাংলাদেশ বেতারের তবলা বাদক দীপক তেওয়ারী প্রমুখ।
ছবি