Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
February 10, 2025
হেডলাইন
Homeআন্তর্জাতিকতেহরানে ফোয়ারায় ‘রক্তরাঙা পানি’

তেহরানে ফোয়ারায় ‘রক্তরাঙা পানি’

তেহরানে ফোয়ারায় ‘রক্তরাঙা পানি’

প্রতিবাদে ফুঁসে ওঠা ইরানের তেহরানে শুক্রবার ‘রক্তরাঙা পানি’ ঝরেছে এক ফোয়ারা থেকে। প্রতিবাদের ভাষা হিসেবে ওই ফোয়ারার পানির রং লাল করে দিয়েছিলেন দেশটির এক শিল্পী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রক্তরাঙা ফোয়ারার ছবি শেয়ার করে ‘১৫০০তাসভির’ নামের এক চ্যানেল। ইরানের মানবাধিকার লঙ্ঘনসহ নানা অনিয়ম পর্যবেক্ষণ করে থাকে সামাজিক মাধ্যমভিত্তিক চ্যানেলটি।

টুইটারে এরই মধ্যে ‘রক্তে রাঙা তেহরান’ নামের ওই লাল ফোয়ারাকে ‘শিল্পের’ তকমা দিয়েছেন অধিকারকর্মীরা।

মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানের রাস্তায় প্রতিবাদ এখনো অব্যাহত রয়েছে।

অসলোভিত্তিক সংস্থা ইরান মানবাধিকারের দেওয়া তথ্যানুসারে, এ পর্যন্ত চলমান সংঘাতে অন্তত ৯২ জন মারা গেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, ইরানের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে ৫২ জন নিহত হওয়ার সত্যতা যাচাই করতে পেরেছে তারা। প্রকৃত সংখ্যা আরো বেশি হবে।

মাশা আমিনির মৃত্যুর কারণ
পুলিশ হেফাজতে ২২ বছরের কুর্দি তরুণী মাশা আমিনি মারা যাওয়ার ঘটনায় রাস্তায় নেমে আসে জনসাধারণ। ‘ঠিকভাবে হিজাব না পরার দায়ে’ গ্রেপ্তার করা হয়েছিল ওই তরুণীকে।

গণমাধ্যমের শুরুর দিকের প্রতিবেদনে জানা যায়, মাথায় আঘাত করা হয়েছিল মাশা আমিনিকে। তবে শুক্রবার প্রকাশিত আনুষ্ঠানিক মেডিক্যাল রিপোর্টে দাবি করা হয়েছে, আঘাতে নয়, অসুস্থতায় মৃত্যু হয়েছে আমিনির। আট বছর বয়সে মস্তিষ্কে টিউমার অপসারণে অস্ত্রোপচার হয়েছিল তাঁর। মৃত্যুর বিষয়টি সেই ঘটনার সঙ্গেই সম্পৃক্ত।

নিকা শাকারামির মায়ের দাবি
এদিকে প্রতিবাদে অংশ নেওয়ার পর নিহত কিশোরী নিকা শাকারামির মা দাবি করেছেন, তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে। তিনি মেয়ের মৃতদেহে আঘাতের চিহ্ন দেখার দাবি করেছেন। যুক্তরাষ্ট্রের তহবিলে পরিচালিত রেডিও ফার্ডাকে পাঠানো এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।

এর আগে নিকার ফুফু ও চাচাকে এ প্রসঙ্গে কথা বলার দায়ে গ্রেপ্তার করা হয়। পরে টিভিতে প্রতিবাদের বিপক্ষে বক্তব্য দেন তাঁরা। ওই পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ এক সূত্রের দাবি, নিকার পরিবারকে দিয়ে জোর করে মিথ্যা বলানো হচ্ছে।

শুরু থেকেই ইরানের কর্তৃপক্ষ নিকাকে হত্যার দাবি অস্বীকার করে আসছে। তাদের দাবি, উঁচু ভবন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তার।

প্রতিবাদ ও দমন-নিপীড়ন
গত বৃহস্পতিবারও অনলাইনে প্রকাশিত ভিডিওতে একদল অল্প বয়সী নারীকে ‘স্বৈরাচারীর মৃত্যু চাই’ স্লোগান দিতে শোনা গেছে।

ইরানের কর্তৃপক্ষ এ প্রতিবাদের সঙ্গে জড়িত পরিচিত মুখের অধিকারকর্মীদের চিহ্নিত করা শুরু করেছে বলে খবর এসেছে।

এএফপি

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment