থাইল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভ
সরকারবিরোধী বিক্ষোভে যোগ দিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জড়ো হতে শুরু করেছে হাজার হাজার মানুষ। এখন পর্যন্ত সরকারবিরোধী সবচেয়ে বড় র্যালি হয়েছে গতকাল শনিবার।
প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে দেশটিতে গত কয়েক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই শহরটিতে বিক্ষোভ হচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।
বিক্ষোভকারীরা কঠোর রাজ অবমাননা আইনের ঝুঁকি মেনে নিয়ে রাজতন্ত্র সংশোধনের দাবি করছেন। মূলত শিক্ষার্থীদের নেতৃত্বাধীন এই বিক্ষোভে শনিবার হাজার হাজার মানুষ জমায়েত হয়।
গত ফেব্রুয়ারিতে আদালত গণতন্ত্রপন্থি একটি বিরোধী দল ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়ার পর নতুন বিক্ষোভ শুরু হয়। ফিউচার ফরোয়ার্ড পার্টি (এফএফপি) নামের দলটি দেশটির তরুণ, প্রথমবার ভোটার হওয়াদের মধ্যে বিশেষ জনপ্রিয় বলে প্রমাণিত হয়েছে।
২০১৯ সালের মার্চে থাইল্যান্ডে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে দলটি তৃতীয় সর্বোচ্চসংখ্যক আসন লাভ করে। ওই নির্বাচনে জয় পায় ক্ষমতাসীন সাবেক সামরিক নেতৃত্বাধীন দলটি।
জুন মাসে কম্বোডিয়ায় নির্বাসিত গণতন্ত্রপন্থি অ্যাক্টিভিস্ট ওয়ানচালেরাম সাতাসাকসিত নিখোঁজ হয়ে যাওয়ার পর থাইল্যান্ডের বিক্ষোভ নতুন গতি পায়।
২০১৪ সালে দেশটিতে সেনা অভ্যুত্থানের পর থেকেই কম্বোডিয়ায় নির্বাসিত থাকা ওই অ্যাক্টিভিস্টের সন্ধান এখনো মেলেনি। বিক্ষোভকারীদের অভিযোগ, থাই সরকার তাকে অপহরণের নেপথ্যে ভূমিকা রেখেছে।❐