Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
October 9, 2024
হেডলাইন
Homeবাংলাদেশথানাকে জনগণের আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে হবে : আইজিপি

থানাকে জনগণের আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে হবে : আইজিপি

থানাকে জনগণের আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে হবে : আইজিপি

থানাকে জনগণের আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

আবদুল্লাহ আল মামুন বলেন, ‘থানার দরজা কখনো বন্ধ হয় না, ২৪ ঘণ্টা খোলা থাকে। থানায় আসা মানুষের কথা সহানুভূতির সঙ্গে শুনতে হবে। পুলিশের প্রতি জনগণের যে ভালোবাসা তৈরি হয়েছে, তা কাজে লাগিয়ে পুলিশের ভাবমূর্তি আরও বাড়াতে হবে।’

আজ রোববার সকালে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, ‘পুলিশের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে। আমরা কাজ করছি বলেই আমাদের কাছে জনগণের আশার মাত্রা আকাশচুম্বী হয়েছে। মানুষের প্রত্যাশা পূরণে আমাদের সচেষ্ট থাকতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ পুলিশের সকল সদস্য স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে দায়িত্ব পালন করছেন বলেই আমরা জঙ্গিবাদ-সন্ত্রাসবাদসহ অন্যান্য অপরাধ দৃঢ় হস্তে মোকাবিলা করতে সক্ষম হয়েছি। আমাদের আত্মতুষ্টিতে ভুগলে হবে না, এজন্য আরও কাজ করতে হবে। আমরা জনগণের যে আস্থা অর্জনে সক্ষম হয়েছি তা ধরে রাখতে হবে।’

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কথা উল্লেখ করে আইজিপি বলেন, ‘৯৯৯ এ প্রতিদিন প্রচুর কল আসে এবং প্রতিটি ক্ষেত্রেই মানুষ আমাদের সেবা পেয়ে থাকেন। ৯৯৯ জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।’

রাজারবাগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
নতুন আইজিপি আবদুল্লাহ আল মামুন, র‍্যাবপ্রধান এম খুরশীদ হোসেন

আইজিপি বলেন, ‘পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে বলেই বর্তমানে দেশে স্থিতিশীল আইনশৃঙ্খলা বিরাজ করছে। এ কারণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা পার্শ্ববর্তী অনেক দেশকে পেছনে ফেলে বহু সামাজিক সূচকে এগিয়ে যাচ্ছি। আমরা উন্নয়নের মহাসড়কে যুক্ত হয়েছি।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘ডিএমপি বাংলাদেশ পুলিশের সর্ববৃহৎ ইউনিট। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে রাজারবাগের বাঙালি পুলিশ সদস্যরা সামান্য ‘থ্রি নট থ্রি’ রাইফেল দিয়ে পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে। তাদের একটাই লক্ষ্য ছিল দেশকে স্বাধীন করতে হবে। ডিএমপির প্রতিটি সদস্য ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।’

অনুষ্ঠানে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment