দাঙ্গা কমিটিকে ‘ক্যাঙ্গারু কোর্ট’ বললেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের কংগ্রেস বিষয়ক এক তদন্ত কমিটি বলছে, গত বছর ক্যাপিটলে দাঙ্গার ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিদ্রোহসহ অন্য আরও ফৌজদারি অভিযোগের মুখোমুখি হতে হবে। ডেমোক্র্যাটিক নেতৃত্বাধীন কমিটি ট্রাম্পকে বিচারের মুখোমুখি করতে বিচার বিভাগকে সর্বসম্মতভাবে ভোট দিয়েছে। খবর বিবিসির।
নির্বাচনে পরাজয় স্বীকার করতে অস্বীকার করা ট্রাম্পের সাবেক সহযোগী হোপ হিকসের একটি নতুন ক্লিপও প্রচার করেছে। ট্রাম্প সমর্থকরা ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেসে হামলা চালায় এবং জো বাইডেনের প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতির আনুষ্ঠানিকতায় বাধা দেয়।
এদিকে ট্রাম্প কোনো অন্যায় করার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি নিন্দা জানিয়ে এক বিবৃতি প্রকাশ করেছেন। সেখানে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট এই প্যানেলকে ক্যাঙ্গারু কোর্ট বলে উল্লেখ করেছেন।
তিনি তদন্ত কমিটির এই সুপারিশকে ভুয়া বলে অভিযোগ করেছেন। ট্রাম্প বলেছেন, হোয়াইট হাউসে তাকে নতুন করে ফিরতে বাধা দিতে এই প্রচেষ্টা।
এদিকে বিবিসি বলছে, দাঙ্গার তদন্তে প্রায় ১৮ মাস ব্যয় করার পর, কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস সিলেক্ট কমিটি সোমবার তাদের চূড়ান্ত সভায় সুপারিশ করেছে ট্রাম্পকে চারটি অভিযোগের মুখোমুখি করা হয়েছে।
সেগুলো হচ্ছে, বিদ্রোহকে প্ররোচিত করা, সহযোগিতা করা, সাহায্য কিংবা অনুকূল পরিবেশ তৈরি করা, দাপ্তরিক কাজে বাধা দেয়া এবং যুক্তরাষ্ট্রকে প্রতারণার ষড়যন্ত্র।
মার্কিন বিচার বিভাগ- যার প্রসিকিউটররা এরই মধ্যেই ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ আনার বিষয়টি বিবেচনা করছেন- তাদের কংগ্রেশনাল কমিটির এই সুপারিশ অনুসরণ করতে হবে না।
যদিও প্যানেলের কর্মকাণ্ড বেশিরভাগ ক্ষেত্রেই প্রতীকী, তবে চেয়ারম্যান প্রস্তাবিত অভিযোগগুলিকে বিচারের রূপরেখা হিসেবে বর্ণনা করেছেন। সুপারিশ সম্পর্কে বিচার বিভাগের একজন মুখপাত্র সোমবার মন্তব্য করতে অস্বীকার করেছেন।