দীপাবলির পর ‘খুব খারাপ’ পর্যায়ে দিল্লির বাতাস
ভারতে প্রশাসনের নিষেধাজ্ঞাকে অগ্রাহ্য করে দীপাবলির রাতে আতশবাজি ও পটকা ফুটিয়ে নিজেদের দুর্গতি ডেকে এনেছে দিল্লিবাসী। সারারাত শব্দবোমা ও আলোর রোশনাই ছড়ানোর পর মঙ্গলবার সকালে দিল্লির বাতাসের গুণগত মান ‘খুব খারাপ’ পর্যায়ে নেমে যায়।
বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় দিল্লি বরাবরই উপরের দিকে থাকে। দূষণের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে যথেষ্ট বেগ পেতে হয় প্রশাসনকে। ফলে গত কয়েক বছর ধরেই দীপাবলিতে বিভিন্ন ধরনের আতশবাজি তৈরি, বিক্রি ও পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল দিল্লির আপ সরকার। তবে সরকারি নির্দেশনাকে বুড়ো আঙুল দেখিয়ে গতকাল সারাই দিনই রাজধানীতে আতশবাজি ও পটকা ফুটেছে।
সোমবারই দিল্লির বাতাসের গুণমান ‘খারাপ অবস্থায়’ ছিল বলে জানা গিয়েছিল। তার ওপর সোমবার সন্ধ্যা থেকে দিল্লির বিভিন্ন এলাকায় আতশবাজি ও বাজি ফাটানোর পরিমাণ বেড়ে যায়। দিল্লির বাতাসের গুণমান মাপার জন্য ৪০টি মনিটরিং স্টেশন স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে সেই স্টেশনের প্রাপ্ত তথ্যে জানা যায়, বাতাসের গুণমান ‘খুব খারাপ’ পর্যায়ে নেমে গেছে।
শুধু দিল্লি নয়, মঙ্গলবার সকালে মুম্বাইতেও বাতাসের গুণমান ২০০-র বেশি দেখা গেছে।