নিউজরুমের ১০০ কর্মী কমাবে ওয়াশিংটন পোস্ট
বিলিয়নেয়ার জেফ বেজোসের মালিকানাধীন সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট নিউজরুমের শতাধিক কর্মী কমানোর পরিকল্পনা করেছে। আয় কমে যাওয়ায় প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে নিউ ইয়র্ক টাইমসের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন কর্মী নিয়োগ দেয়াও বন্ধ করে দিয়েছে ওয়াশিংটন পোস্ট। প্রধান নির্বাহী ফ্রেড রায়ান সাম্প্রতিক সপ্তাহগুলিতে নিউজরুমের দায়িত্বশীলদের কাছে ব্যয় সাশ্রয়ী পলিসি উপস্থাপন করেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে ওয়াশিংটন পোস্ট কতৃপক্ষ সাড়া দেয়নি। তবে অভ্যন্তরীণ আর্থিক নথির বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, প্রতিষ্ঠানটির ডিজিটাল বিজ্ঞাপন আয় বছরের প্রথমার্ধে প্রায় ৭০ লাখ ডলার কমে গেছে। যা ২০২১ সালের একই সময়ের তুলনায় ১৫ শতাংশ কম।