নিউ ইয়র্কের ব্রঙ্কসে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে যুক্তরাষ্ট্র যুবলীগের উদ্যোগে ১২ নভেম্বর নিউ ইয়র্কের ব্রঙ্কসে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা শেখ জামাল হুসাইনের পরিচালনায় এবং নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি মিসবাহ আহমেদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখার অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা তোফায়েল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা ও আব্দুল হাসিম মামুন। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ আলম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর করিম, কানেকটিকাট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী হুমায়ুন চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী সদস্য ডেনি চৌধুরী ও আতাউল গনি আসাদ, জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী সেফাজ, যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা শাহ সেলিম, হেলিম উদ্দিন, শাহীন কামালী, মনির উদ্দিন, আজমান আলী, সাদেকুর রহমান, নূর হোসেন ফরহাদ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন নিউ ইয়র্ক স্টেট যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, যুবলীগ নেতা শিপু চৌধুরী, মামুন হোসেন, মহিবুর রহমান, জয়নাল উদ্দীন লায়েক, সুমন দেব, রিটন সরকার, সোহান আহমেদ টূটূল, রোকন আহমেদ, হাসনাত তালূকদার, আব্দুর রউফ পাশা, মাহবুব চৌধুরী প্রমুখ।
বক্তারা বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। নৌকা মার্কার বিকল্প নেই। এ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করতে সকলকে একযোগে কাজ করতে। তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে বহির্বিশ্বে শক্তিশালী করতে যুবলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যেতে হবে। দেশ ও দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে। পরে অতিথিদের সাথে নিয়ে যুক্তরাষ্ট্র যুবলীগের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।