নিউ ইয়র্কে চার গুণীব্যক্তিকে ছড়াটের সম্মাননা
নিউ ইয়র্কে চারজন গুণীব্যক্তিকে সম্মাননা জানিয়েছে ছড়া সংগঠন ছড়াটে।
নিউ ইয়র্কের কুইন্সের এক পার্টি হলে ছড়াটে চার গুণীব্যক্তিকে সম্মাননার আয়োজন করে।
একুশে পদকপ্রাপ্ত ছড়াকার লুৎফর রহমান রিটন, কবি-ছড়াকার-শিশুসাহিত্যিক সৈয়দ আল ফারুক, কবি-ছড়াকার-শিশুসাহিত্যিক ওমর কায়সার এবং কবি-ছড়াকার ও টিভি ব্যক্তিত্ব জিন্নাহ চৌধুরীকে এই সম্মাননা প্রদান করা হয়।
ছড়াটে-র কর্ণধার শাম্ স চৌধুরী রুশো-র পরিচালনায় অনুষ্ঠিত আয়োজনে একুশে পদকপ্রাপ্ত লেখক-সাংবাদিক নাজমুন নেসা পিয়ারি অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। উত্তরীয় পরিয়ে দেন এবং সম্মাননা স্মারক হাতে তুলে দেন যথাক্রমে লেখক-সাংবাদিক নাজমুন নেসা পিয়ারি, ছড়াকার সজল আশফাক, ছড়াকার মানিক রহমান ও ছড়াকার শাহীন ইবনে দিলওয়ার।