নিউ ইয়র্ক পুলিশে বাংলাদেশিদের পদোন্নতি
নিউ ইয়র্ক পুলিশে বাংলাদেশিদের পদোন্নতি হয়েছে। মঙ্গলবার সকালে এনওয়াইপিডির পুলিশ একাডেমিতে জমকালো এক অনুষ্ঠানে পদোন্নতি প্রাপ্তদের হাতে সার্টিফিকেট তুলে দেন পুলিশ কমিশনার ডারমোট শিয়া।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেহবুবুর রেহামান (পারভেজ) হলেন এনওয়াইডিএর একজন সদ্য পদোন্নতিপ্রাপ্ত লেফটেন্যান্ট। তিনি নিউ ইয়র্ক শহরের জনগণকে সুরক্ষা ও সেবা প্রদান করার জন্য ২২ বছর বয়সে পুলিশ বাহিনীতে যোগদান করেন এবং ১১ বছর ধরে সিটি-ওয়াইড টাস্ক ফোর্স এবং অ্যান্টি-টেরোরিজম ইউনিটের সাথে কাজ করেন। সার্জেন্টে পদোন্নতির পর পারভেজ ৭২তম প্রিসিন্টের অপরাধ বিরোধী সার্জেন্ট হিসাবে কাজ করেছেন। গত বছর পারভেজ ব্রুকলিন সাউথ বরো ক্রাইম ইউনিটে যোগ দেন এবং লেফটেন্যান্টে তার সাম্প্রতিক পদোন্নতি পর্যন্ত সেখানেই কাজ করেন। পারভেজ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনে অবিচল থাকে এবং গর্বের সাথে সেবা প্রদান করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এছাড়াও ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট লেভেল ২ থেকে অ্যাসোসিয়েট ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট লেভেল ১-এ উন্নীত হয়েছেন: মোহাম্মদ ইমরান, সাইদ সিদ্দিকী , মোহাম্মদ আবদুল আজাদ , এমডি আবুবকর সিদ্দিক , সৈয়দ হুসেন।