নিউ ইর্য়কে মাজেদ ডিজেয়ার সেলিব্রেটিং ফ্যাশন উইক
আশরাফুল হাবিব মিহির, নিউ ইর্য়ক থেকে: নিউ ইয়র্কে ম্যাজিষ্টিক হল এনওয়াইয়ের পরিবেশনায় অনুষ্ঠিত হয়ে গেল মাজেদ ডিজেয়ার সেলিব্রেটিং ফ্যাশন উইক।
সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ৭ অক্টোবর আয়োজিত এ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাদিয়া খন্দকার। এতে প্রথমবারের মতো র্যাম্পে হেঁটেছেন এই সময়ের জনপ্রিয় শিল্পী মুজা এবং ভারতের জাতীয় পুরষ্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী বিশাখ জোতি।
র্যাম্প ওর্য়াকে মডেলরা মাজেদের ডিজাইন করা পোশাক পরিধান করেন। এরপর সঙ্গীতশিল্পী বিশাখ জোতি গান পরিবেশন করেন। এছাড়াও অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে গান গেয়ে শোনান সঙ্গীতশিল্পী মুজা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ফ্যাশন উইকের শো স্টপার ছিলে বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনয় শিল্পী মোনালিসা, সঙ্গীতশিল্পী মুজা এবং সঙ্গীতশিল্পী বিশাখ জোতি।
উপস্থিত টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, মাজেদ ও তার গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন, মাজেদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই অবস্থানে এসেছে। বাংলাদেশী কালচার ও আমেরিকান কালচারের মধ্যে যোগসুত্র হিসেবে কাজ করে যাচ্ছে।
মাজেদ ডিজেয়ারের স্বত্বাকারী মাজেদ বলেন, নিউইর্য়কে এবারেই প্রথম এপার-ওপার বাংলার কোনো সঙ্গীতশিল্পী র্যাম্পে হাঁটলেন। আগামী বছর এই ধরনের আরো একটি অনুষ্ঠান করবেন।
মাজেদ ডিজেয়ার সেলিব্রেটিং ফ্যাশন উইকের মডেলরা হলেন- মুজা, বিশাখ, নাজুবা, নাবিদ, সামিরা, জারা, আনশা, নিশাদ, মিনহাজুল, সামীর, তাসনিয়া, শিবা, হামাদ, জুয়েল, ফারিয়ানা, মেহেদী, নিশা, শান্ত, আলী, মুয়া টিনটিন, মঞ্জু, সিসি কেলাস, জ্যাকলিন ম্যারিয়ান, মার্কো, আফ্রিদী, মাহীম, মিস. ফোবানা জান্নাতুল বাকী। মডেলদেরকে মেকআপ করেছে মনি।
অনুষ্ঠানে সার্বিক সহয়োগীতায় ছিল, ফারাহ্, অধরা, নাজুবা, জুয়েল, তামিম, শুভ, শাহেদ, শান্ত, সরোয়াদ ওয়াসিম ও সিমি। ফোটোগ্রাফিতে ছিলেন, তুষার, সাউন্ডে ছিলেন- উইলিয়াম, জুয়েল ও তামিম। পুরো অনুষ্ঠানটি টাইম টেলিভিশন সরাসরি সম্প্রসার করে।