নিউ ইয়র্কে প্রচন্ড তুষার ঝড়
সেন্ট্রাল পার্কে ৫ ইঞ্চি তুষারপাত, আরও এক ফুট বাড়ার আশঙ্কা
জাহান আরা দোলন: জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, সোমবার সকালে উত্তর-পূর্ব আটলান্টিক থেকে আসা সাইক্লোনটি নিউ ইয়র্কে প্রচন্ড বেগে আঘাত হানে। ইতোমধ্যে সেন্ট্রাল পার্কে আজ সকাল ৭ টা নাগাদ ৫.৩ ইঞ্চি তুষারপাত পরিমাপ করা হয়েছে।
নিউ ইয়র্ক শহরে সোমবার সকাল ৬ টা থেকে মঙ্গলবার সকাল ৬ টা পর্যন্ত শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কেবলমাত্র প্রয়োজনীয় বা জরুরি যানবাহনের ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে। এমটিএ (মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি) জানিয়েছে, কেবল সকালে কাজ শুরুর সময়টাতে স্থানীয় পাতাল রেল চলেছে, কিন্তু ওপরের গ্রাউন্ড ট্রেন স্থগিত করার কোনও তাৎক্ষণিক পরিকল্পনা রয়েছে কিনা সেটি এখনও পর্যন্ত জানা যায় নি।
আবহাওয়া অফিস জানায়, সোমবার সকালে ঝড়টি আটলান্টিক সিটির কাছের ডেলাওয়্যার উপকূলে অবস্থান করছিল।
নিউ ইয়র্কের স্থানীয় অধিবাসীরা সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত বেশ ভারী তুষারপাতের আশঙ্কা করছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ২০ থেকে ৩০ মাইল পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। শহরে বাতাস ৪০ মাইল বেগে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সন্ধ্যার দিকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে, এবং বৃষ্টিসহ তুষারপাতের সম্ভাবনা রয়েছে।❐