নির্বাচনে জয়ী হলে স্ত্রী মেলানিয়া কী করবেন তা নিয়ে ট্রাম্পের সাথে চুক্তি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম বিতর্কে নিজেদের অনেকটা জয়ী মনে করছেন ডোনাল্ড ট্রাম্পশিবির। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন। সেই হিসেবে এখনও প্রায় ৫ মাসের মতো সময় বাকি রয়েছে। সব কিছু ঠিক থাকলে এবারের নির্বাচনে বর্তমান প্রেসিডন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বৈরথ দেখবে বিশ্ব। ভোটার টানতে দুই প্রার্থীই এখন ব্যস্ত সময় পার করছেন।
তবে এরই মধ্যে ট্রাম্পের সঙ্গে একটি চুক্তি সেরে ফেলেছেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প। আগামী নভেম্বরের নির্বাচনে ৭৮ বয়সী ট্রাম্প যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন, তাহলে সম্ভবত তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে কাজের সময় খুব বেশি পাশে পাবেন না। রোববার (৩০ জুন) সংবাদমাধ্যম পেইজ সিক্স-এর বরাতে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভির খবর অনুযায়ী, ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণায় এখন ব্যস্ত সময় পার করছেন রিপাবলিকান মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্প যদি প্রেসিডেন্ট হন, তাহলে তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে খুব বেশি সক্রিয় দেখা যাবে না। সাবেক মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এমনই একটি চুক্তি করেছেন মেলানিয়া।
একটি সূত্রের বরাতে পেইজ সিক্স জানিয়েছে, মেলানিয়া তার স্বামী ট্রাম্পের সঙ্গে একটি চুক্তি করেছেন। চুক্তি অনুযায়ী, ট্রাম্প যদি প্রেসিডেন্ট পদে জয়ী হন, তাহলে মেলানিয়া ফার্স্ট লেডি হিসেবে দিন-রাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন না। কারণ ছেলে ব্যারন ট্রাম্পের সাথে আরও বেশি সময় কাটাতে চান সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। যে কারণে স্বামী ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি চুক্তি করেছেন তিনি।
১৮ বছর বয়সী ব্যারন আর ক’দিন পরই নিউ ইয়র্ক সিটির একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন। ব্যারন এর আগে কখনই পুরোপুরি একা ছিলেন না। তিনি কলেজে নবীন শিক্ষার্থী এবং একটি প্রধান গণতান্ত্রিক শহরে সম্ভবত একজন প্রেসিডেন্টের পুত্র হওয়ার অতিরিক্ত চাপ মোকাবিলা করতে হিমশিম খেতে পারেন। যে কারণে মেলানিয়া অতিরিক্ত মনোযোগ দিয়ে তার সাথে সময় কাটাতে চান। আর ব্যারনের বাবা যদি আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হন, সেক্ষেত্রে প্রেসিডেন্টের ছেলের সাথে সবসময় সিক্রেট সার্ভিসের সদস্যরা থাকবেন। এটা নিয়েও মেলানিয়া কিছুটা উদ্বিগ্ন। ছেলেকে নতুন জীবনে মানিয়ে নিতে সাহায্য করতেই এই পথে হাঁটলেন মেলানিয়া।