পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
চাপের মুখে পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তার নেতৃত্বাধীন সরকার থেকে একের পর এক মন্ত্রী ও সরকার বিষয়ক উচ্চপদস্থ কর্মকর্তার পদত্যাগের পর বৃহস্পতিবার (৭ জুলাই) প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে সরকারের একটি সূত্র।
১০ নং ডাউনিং স্ট্রিট সূত্রে জানা যায়, পদত্যাগের বিষয়ে জনসন কনজারভেটিভ ব্যাকবেঞ্চ ১৯২২ কমিটির চেয়ারম্যান স্যার গ্রাহাম ব্র্যাডির সাথে কথা বলেছেন। তিনি পদত্যাগ করছেন যাতে পার্টি সম্মেলনের জন্য সময় মতো নতুন নেতা বেছে নেওয়া যায়।
১০ নং ডাউনিং স্ট্রিট-এর একজন মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী আজ দেশের কাছে একটি বিবৃতি দেবেন। গত ৬ জুন বরিস জনসনের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজন করেন কনজারভেটিভ পার্টির সদস্যরা।