পরিবার ও ঘনিষ্ঠদের জন্য বিশেষ অনুমতির ব্যবস্থা করেন: প্রতিক্রিয়ায় গভর্নর কুমো
গেল বছর কোভিড টেস্টের দুষ্প্রাপ্যতার সময়ে নিজ পরিবার ও বন্ধুদের জন্য বিশেষ অনুমতির ব্যবস্থা করেছেন, বলে উল্লেখ করা প্রতিবেদনের উত্তর দিয়েছেন গভর্নর অ্যান্ড্রু কুমো।
তিনি জানান, টেস্টিং প্রোগ্রামের ওই পর্যায় পর্যন্ত তিনি আদৌ জড়িত ছিলেন না।
কুমো বলেন, ‘যাদের সঙ্গে আমার সরাসরি সাক্ষাতের ব্যবস্থা করা হতো তাদের কোভিড টেস্ট করানো হতো বলে আমি জানতাম। সুতরাং অফিসে আমার সঙ্গে সাক্ষাৎ করতে এলে আপনাকেও টেস্ট করানো হবে এবং একই ব্যাপার আমার পরিবারের ক্ষেত্রেও প্রযোজ্য।’
রাজ্য বিধানসভা (স্টেট অয়াসেম্বলি) কুমোর ইমপিচমেন্ট তদন্তের অংশ হিসাবে অভিযোগগুলো খতিয়ে দেখছে।
কুমোর অভিযোগকারী সংবাদমাধ্যমে খোলাখুলিভাবে গভর্নর ম্যানশনে উত্থাপিত অভিযোগ নিয়ে কথা বলেন। এই তদন্ত প্রতিবেদনে গভর্নরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ছাড়াও নার্সিংহোমে করোনাভাইরাসে মারা যাওয়া রোগীদের সংখ্যা নিয়ে বিতর্কের প্রতি আলোকপাত করা হয়েছে।❐
সিবিএস লোকাল অবলম্বনে জা.আ.দো