পর্যাপ্ত বুস্টার ডোজ দেওয়ার আশ্বাস বিশ্ব স্বাস্থ্য সংস্থার
বাংলাদেশকে করোনার বুস্টার ডোজের পর্যাপ্ত টিকা দেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একইসঙ্গে টিকাপ্ল্যান্ট তৈরির জন্য প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদানেরও আশ্বাস দিয়েছে সংস্থাটির মহাপরিচালক ড. ট্রেডস গেব্রিয়েসাস।
আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদরদপ্তরে এর মহাপরিচালক ড. টেড্রস গেব্রিয়েসাসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ বৈঠকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান এ আশ্বাস দেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ভালো স্বাস্থ্যসেবা পেতে স্বাস্থ্যকর্মীদের পরিবেশ নিশ্চিত করার জন্য গুরুত্বারোপ করা হয়েছে। তাদের পর্যাপ্ত প্রশিক্ষণ, চাকরির নিরাপত্তা, ভাতাসহ সুযোগ-সুবিধা নিশ্চিতের বিষয়েও আলোচনা করা হয়।
বৈঠক শেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালককে বাংলাদেশ সফরের অনুরোধ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর জবাবে মহাপরিচালক ড. টেড্রসও খুব শিগগিরই বাংলাদেশ সফরে সম্মতি দিয়েছেন।