পশ্চিমবঙ্গে পূজায় সরকারি অনুদানের বিরুদ্ধে আরেক মামলা
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ৪৩ হাজার দুর্গাপূজা কমিটিকে কেন ৬০ হাজার টাকা করে সরকারি অনুদান দেওয়া হচ্ছে, এই প্রশ্ন তুলে দ্বিতীয় জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে।
বুধবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজেশ ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই মামলা গ্রহণ করেছেন। মামলাকারী সুবীর কুমার ঘোষ সরকারের এই অনুদানের সিদ্ধান্ত প্রত্যাহার করতে নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূজা কমিটিকে অনুদানের ঘোষণার বিরোধিতা করে বেশ কয়েকটি প্রশ্ন তুলেছেন মামলাকারী।
আদালতের নির্দেশ মেনে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা না দিয়ে কেন পূজা কার্যক্রমে অনুদান দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
মামলাকারীর আরো দাবি, রাজ্যে যেখানে বহু মানুষ দুই বেলা খেতে পায় না, ঠিক মতো বিশুদ্ধ পানীয় জল পায় না, সেখানে এত টাকা জনমুখী কোনো কাজে লাগানো যেত।
আবেদনে পূজা আয়োজক কমিটিগুলোকে বিদ্যুতের বিলে যে ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে, তারও বিরোধিতা করা হয়েছে। মামলাকারীর আবেদন, বৃহত্তর জনস্বার্থে এই অনুদানের সিদ্ধান্ত প্রত্যাহার করুক রাজ্য সরকার।
প্রায় একই দাবি নিয়ে বুধবার আরেকটি জনস্বার্থ মামলা হয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজেশ ভরদ্বাজের এজলাসে। প্রথম মামলার শুনানি শুক্রবার হতে পারে। দ্বিতীয় মামলার শুনানি হতে পারে শুক্র অথবা সোমবার।
গত সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের ৪৩ হাজার দুর্গাপূজা কমিটিকে ৬০ হাজার টাকা করে সরকারি অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন। গত দুই বছর পূজা কমিটিগুলোকে রাজ্যের দেওয়া অনুদানের অঙ্ক ছিল ৫০ হাজার। তবে এবার আর্থিক অনুদানের পাশাপাশি কমিটি বিদ্যুৎ বিলেও ছাড় পাবে। আগেই এই সিদ্ধান্তের সমালোচনা করেছে বিরোধীরা।
আনন্দবাজার পত্রিকা