পাকিস্তানে বন্যায় ৮ জন নিহত
পাকিস্তানের দু’টি প্রদেশে ভয়াবহ বন্যায় অন্তত ৮ জন নিহত হয়েছে। গত কদিন ধরে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এই বন্যা সৃষ্টি হয়। এখনো দেশটির বিভিন্ন অংশে টানা বর্ষণ অব্যাহত রয়েছে। নিহতদের মধ্যে ৬ জনই শিশু। সোয়াত এবং আপার দির জেলায় বন্যায় ভেসে যায় তারা। নিহতের সংখ্যা নিশ্চিত করেছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষ পিডিএমএ।
করাচিভিত্তিক গণমাধ্যম ডন জানিয়েছে, বন্যায় প্রদেশগুলোতে স্কুল, হাসপাতাল, রাস্তা, বিদ্যুতের লাইন এবং সেচ স্থাপনা ধ্বংস ও ক্ষতিগ্রস্থ করেছে। বাড়ি হারিয়ে হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে। এ নিয়ে গত দুই সপ্তাহে শুধু পাঞ্জাবেই ৩৮ জন বন্যায় নিহত হয়েছে। বন্যাক্রান্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে পাঞ্জাব সরকার। এরইমধ্যে খাদ্য এবং ওষুধ পাঠানো হয়েছে দেরা গাজী খান এবং রাজানপুরে।
এছাড়া বেসরকারিভাবেও ব্যাপক ত্রান যাচ্ছে আক্রান্ত অঞ্চলগুলোতে।