পিএসসির মাধ্যমে সব চাকরি নয়
সরকারি কর্ম কমিশন (পিএসসি) একটি সাংবিধানিক সংস্থা। প্রজাতন্ত্রের গেজেটেড অর্থাৎ প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগ দেওয়ার জন্য সুপারিশের এখতিয়ার তাদের। আবার এ-সংক্রান্ত আইনে বিশেষ কোনো পদকে পিএসসির আওতাবহির্ভূত করার ক্ষমতা সরকারের রয়েছে। তা ক্ষেত্রবিশেষে করাও হয়। যেমন পুলিশের সাব–ইন্সপেক্টর পদটি দ্বিতীয় শ্রেণির গেজেটেড হলেও এদের নিয়োগ পুলিশ সদর দপ্তর থেকেই করা হয়। একাধিক কমিশন করার বিধানও সংবিধানে রয়েছে। স্বাধীনতার পরপর দুটি কর্ম কমিশন ছিল। ১ নম্বর পিএসসি গেজেটেড এবং ২ নম্বর পিএসসি নন-গেজেটেড পদে নিয়োগের সুপারিশ করত। পরে ২ নম্বর পিএসসি বিলুপ্ত হয়। তবে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ কখনো পিএসসির আওতায় ছিল না।