প্লেনে কিশোরীর পাশে বসে হস্তমৈথুন, চিকিৎসক গ্রেপ্তার
প্লেনে কিশোরীর (১৪) পাশে বসে হস্তমৈথুন করার অভিযোগে এক ভারতীয়-মার্কিন বংশোদ্ভুত চিকিৎসককে গ্রেপ্তার করেছে এফবিআই। গত বৃহস্পতিবার (১০ আগস্ট) যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ম্যাসাচুসেটস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অশ্লীল কাজের অভিযোগ আনা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত বছরের মে মাসে হনলুলু থেকে বোস্টনগামী একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি অফিস জানিয়েছে, বোস্টনের বেথ ইসরায়েল ডিকনেস মেডিকেল সেন্টারের প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান ডা. মোহান্তি এক নারীর সঙ্গে ভ্রমণ করছিলেন। সেদিন চিকিৎসক মোহান্তি এক কিশোরীর পাশে বসেছিলেন, যে তার দাদা-দাদির সঙ্গে ভ্রমণ করছিল।
মাঝ আকাশে কিশোরী লক্ষ্য করে চিকিৎসক মোহান্তি নিজেকে একটি কম্বল দিয়ে ঢেকে রেখেছে। এর কিছুক্ষণ পর সে বুঝতে পারে তিনি কী করছিলেন। একটু পর সে অন্য একটি ফাঁকা সিটে গিয়ে বসে। প্লেনটি অবতরণের পর কিশোরী তার পরিবারকে ঘটনাটি জানায় এবং কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়।
যদিও নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে তদন্তের সময় ড. মোহান্তি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ওই ঘটনার কোনও স্মৃতি তার মনে নেই।
গত বৃহস্পতিবার ডা. মোহান্তিকে ফেডারেল আদালতে হাজির করা হয়। অভিযোগ প্রমাণিত হলে তার তিন মাস কারাদণ্ড হতে পারে। এছাড়াও এক বছর পর্যন্ত আদালতের তত্ত্বাবধানে মুক্তি পেতে পারেন তিনি এবং পাঁচ হাজার ডলার পর্যন্ত জরিমানা গুণতে হতে পারে।