ফিনল্যান্ডের কাছে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রির ঘোষণা ইসরায়েলের
ন্যাটোর নতুন সদস্য ফিনল্যান্ডের কাছে ডেভিড’স স্লিং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির জন্য একটি চুক্তি ঘোষণা করেছে ইসরায়েল। চুক্তিটি ৩৪০ মিলিয়ন মার্কিন ডলারের বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার জানিয়েছে।
চুক্তিটিকে ‘ঐতিহাসিক’ অভিহিত করে মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি ও মার্কিন কম্পানিগুলোর যৌথভাবে তৈরি করা অস্ত্রটি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং বিমান ও ড্রোনকে বাধা দিতে সক্ষম।
এর আগে ইসরায়েল সেপ্টেম্বরে জার্মানির কাছে তাদের অ্যারো ৩ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রির জন্য একটি সাড়ে তিন বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছিল।
এবার দেশটি ফিনল্যান্ডের সঙ্গে চুক্তির ঘোষণা দিল।
জার্মানির সঙ্গে চুক্তিটি চূড়ান্ত করার আগে ওয়াশিংটনের অনুমোদনের প্রয়োজন হয়েছিল। কারণ দূরপাল্লার অ্যারো ৩ অস্ত্রটিও ইসরায়েল ও তার শীর্ষ মিত্র যুক্তরাষ্ট্রের কম্পানিগুলো যৌথভাবে তৈরি করেছিল।
গত বছর ইউক্রেনে রাশিয়া আগ্রাসন শুরু করে।
এর পর থেকে জার্মানি ইউরোপে ন্যাটোর বিমান প্রতিরক্ষা জোরদারে চাপ দিতে নেতৃত্ব দিচ্ছে। মিত্রদের একসঙ্গে প্রতিরোধ ব্যবস্থা কেনার আহ্বান জানিয়েছে তারা। ন্যাটোতে সদ্য সদস্য হওয়া ফিনল্যান্ডও বিমান, রকেট ও ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা খুব দ্রুত ঘোষণা করেছিল।
বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনে চলমান যুদ্ধের ফলে ইসরায়েলি অস্ত্রের জন্য ইউরোপের চাহিদা আরো বাড়বে।
সূত্র: এএফপি