ফোবানার নামে মিথ্যা ‘প্রেস বিজ্ঞপ্তি’-এর প্রতিবাদ
যুক্তরাষ্ট্রে বাঙালীদের সংগঠন ফোবানার নামে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ মিথ্যা আখ্যা পাল্টা এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান আতিকুর রহমান ও নির্বাহী সম্পাদক ডক্টর রফিক খান।
প্রেস বিজ্ঞপ্তিতে তারা বলেন, কতিপয় ব্যক্তিবর্গ ফোবানার নাম অপব্যবহার করে সম্প্রতি যে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। এই ভুয়া প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করে ফোবানা থেকে অপকর্মের জন্য বহিষ্কৃত দুইজন ব্যক্তি, আহসান চৌধুরী হিরু ও নাহিদুল খান সাহেল। এদের মধ্যে প্রথম জনকে (হিরু) গত জুন ২০২১ সালে আজীবনের জন্য এবং দ্বিতীয় জনকে (সাহেল) পাঁচ বছরের জন্য ফোবানা থেকে বহিষ্কার করা হয়। সংবাদটি নানা গণমাধ্যমে প্রকাশিত হয়। আহসান চৌধুরী হিরু ও নাহিদুল খান সাহেল বেশ কয়েক মাস আগে বহিষ্কৃত হয়েছে তাদের দ্বারা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ মিথ্যা প্রচার ব্যাতিত কিছু নয় ।
সকলের অবগতির জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়, মূলধারার ফোবানার সাথে এ সমস্ত ব্যাক্তিগর্গের কোনো সম্পৃক্ততা নেই এবং ভবিষ্যতেও তাদের এই পরিচ্ছন্ন, অপরাধমুক্ত ও বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাসী ফোবানায় এধরনের ব্যক্তিদের কখনোই সংযুক্ত করা হবে না। ফোবানার কেন্দ্রীয় কমিটি পক্ষ থেকে সকল ফোবানা শুভাকাঙ্খীদের এই প্রকার বিভ্রান্তিমূলক অপপ্রচারের ব্যাপারে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। এ ব্যাপারে ফোবানার যে কোনো তথ্যের জন্য ফোবানা চেয়ারপারসন আতিকুর রহমান ও নির্বাহী সম্পাদক ড. রফিক খানের সাথে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে