‘বাংলাদেশের কসাই’ আসাদুজ্জামান খান
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ‘বাংলাদেশের কসাই’ বলে আখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আজ রবিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে এ কথা বলেন শফিকুল আলম।
প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশের যে ছোট ছোট বাচ্চা ছেলে-মেয়েদেরকে, শিক্ষার্থীদেরকে, রিকশাচালকদেরকে, শ্রমিকদেরকে যে একদম নির্দয়ভাবে খুন করা হয়েছে, তার অন্যতম আসামি হচ্ছেন তিনি (আসাদুজ্জামান খান)। তাকে যারা প্ল্যাটফর্ম দিচ্ছে, তাকে নিয়ে যারা নিউজ করছে, তাদের মানটা আপনি বোঝেন। এটা একটা বড় ধরনের প্রোপাগান্ডা ক্যাম্পেইন। পৃথিবীর কেউ ব্রুচারকে প্ল্যাটফর্ম দেয় না। আসাদুজ্জামান খান কামাল ইজ অ্যা ব্রুচার অব বাংলাদেশ।’
প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপর ৯০ দিনের জন্য সারাবিশ্বে ইউএসএইডের সব ধরনের সহযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছেন। তবে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য খাদ্য ও পুষ্টি সহযোগিতা অব্যাহত রাখবে ইউএসএইড।’