বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতির মায়ের মৃত্যু
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুলের মা সুফিয়া খাতুন মারা গেছেন।
তিনি গত ২১ ফেব্রুয়ারি সোমবার বিকেলে বাংলাদেশে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি চার পুত্র, দুই কন্যা, পুত্রবধূ, জামাতা, নাতি- নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি ছিলেন কুমিল্লা সদরের মরহুম হাজী আব্দুর রাজ্জাকের সহধর্মীনি।তিনি ছিলেন ধর্মপরায়ন, শিক্ষানুরাগী, পরোপকারী ও দানশীলা।