Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
December 9, 2024
হেডলাইন
Homeপ্রবাসবাফেলোতে ফার্স্ট এইড হোম কেয়ারের শাখা উদ্বোধন

বাফেলোতে ফার্স্ট এইড হোম কেয়ারের শাখা উদ্বোধন

বাফেলোতে ফার্স্ট এইড হোম কেয়ারের শাখা উদ্বোধন

এবার বাফেলোতে ফার্স্ট এইড হোম কেয়ারের শাখা উদ্বোধন করা হলো।

গতকাল শুক্রবার (২১ জুলাই) বাদ জুমা বাফেলো শহরের আল ইহসান জামে মসজিদে এক দোয়া মাহফিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন শাহ্‌ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং ফার্স্ট এইড হোম কেয়ারের ভাইস প্রেসিডেন্ট শাহ্‌ জে. চৌধুরী, ফার্স্ট এইড হোম কেয়ারের পরিচালক হোসনেয়ারা চৌধুরী, কমিউনিট অ্যাক্টিভিস্ট মইনুজ্জামান চৌধুরী, বাংলা চ্যানেলের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হোসেন বিপু।

এছাড়াও ছিলেন ফার্স্ট এইড হোম কেয়ার বাফেলো শাখার মার্কেটিং এক্সিকিউটিভের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ হাবিবুর রহমান এবং ম্যানেজার কবির আলী।

শাহ্‌ জে. চৌধুরী তার বক্তব্যে বলেন, শাহ্‌ ফাউন্ডেশন একটি অলাভজনক প্রতিষ্ঠান। আমরা সবসময়ই মানুষের প্রয়োজনে নিজেদের সাধ্যমত সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চেষ্টা করে আসছি। আমার স্ত্রী দীর্ঘদিন ধরে হোম কেয়ারের সঙ্গে ছিলেন। তার কারণেই আজকের এই ফার্স্ট এইড হোম কেয়ার। এখন জনাব কবির আলী বাফেলোতে ফার্স্ট এইড হোম কেয়ারকে এগিয়ে নিয়ে যাবেন। আমাদের এখানে ব্যবসায়িক কোনো লক্ষ্য আসলে নেই। আপনারা আমার ও আমার সহকর্মীদের জন্যে দোয়া করবেন।

তিনি বলেন, শাহ্‌ ফাউন্ডেশনের মাধ্যমে কারও যদি সেবা দরকার হয় সেক্ষেত্রে আমরা চেষ্টা করব আপনাদের সেবা দিতে। এখানে আমাদের স্থানীয় প্রতিনিধিদেরকে জানালে আমরা আমাদের সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে নিশ্চয়ই চেষ্টা করব।

পরিচালক হোসনেয়ারা চৌধুরী জানান, বাফেলোতে সদ্য নতুন শাখা খোলা উপলক্ষ্যে তারা একটি অফার রেখেছেন, আগামী দুই মাসের মধ্যে যারা সদস্য হবেন তাদের জন্যে বিশেষ ব্যবস্থা ও উপহার থাকবে।


অ্যালবাম


Share With:
Rate This Article
No Comments

Leave A Comment