বাসে প্রবাসীকে বিস্কুট খাইয়ে অজ্ঞান, প্রতারককে ধরে গণপিটুনি
রাজধানীর গুলিস্তানে ভিক্টর পরিবহন বাসে এক প্রবাসীকে বিস্কুট খাইয়ে অজ্ঞান করে টাকা ও মোবাইল নেওয়ার সময় মাসুদুল হক আপেল (৫৬) নামে অজ্ঞান পার্টির এক সদস্যকে হাতেনাতে আটক করেছেন বাসযাত্রীরা। এরপর তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
শাহবাগ থানার ওসি নূর মোহাম্মদ কালবেলাকে এ তথ্য নিশ্চিত করে জানান, আবুধাবি প্রবাসী মো. রাসেল মিয়া আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। এরপর বাসে আপেলের সঙ্গে তার পরিচয় হয়। এরপর তাকে ওই প্রতারক বিভিন্ন কথার ফাঁকে বিস্কুট ও পানি খাওয়ায়। পরে তিনি বাসেই অজ্ঞান হয়ে পড়েন। বিষয়টি বাসের অন্য যাত্রীরা লক্ষ্য করেন। এরপর তার পকেটে হাত দিয়ে টাকা-পয়সা ও মোবাইল নেওয়ার সময় হাতেনাতে যাত্রীরা তাকে ধরে গণপিটুনি দেন। দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ওই প্রবাসীর পাকস্থলী ওয়াশ করে নতুন ভবনের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, অজ্ঞান পার্টির ওই সদস্য এখন পুলিশ হেফাজতে আছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।