বিএনপির সমাবেশে পুলিশের লাঠি, আহত ৬
নোয়াখালীতে পুলিশের বাধা ও লাঠিপেটায় বিএনপির বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পণ্ড হয়ে গেছে। আজ শনিবার বেলা ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি হওয়ার কথা ছিল। কিন্তু কর্মসূচি শুরু হওয়ার কয়েক মিনিট আগে পুলিশের বাধা ও লাঠিপেটার ঘটনা ঘটে। এতে বিএনপির কমপক্ষে ছয়জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এ সময় পুলিশ বিএনপির কয়েকজন কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি ছিল নোয়াখালী প্রেসক্লাবের সামনে। বেলা ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি হওয়ার কথা ছিল। কর্মসূচি উপলক্ষে আগেই জেলা শহরে আসেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল-নোমান।