বিজেপিকে টিকে থাকার লড়াই চালিয়ে যেতে হবে: রাহুল
ভারতের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের পরে এবার নরেন্দ্র মোদির সরকারের ‘স্থায়িত্ব’ নিয়ে প্রশ্ন তুললেন রাহুল গান্ধী। তার দাবি, এবারের লোকসভা নির্বাচন ভারতীয় রাজনীতিতে ভারসাম্যের পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ব্রিটেনের সংবাদপত্র ফিন্যানশিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে রাহুল বলেন, ‘নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে।
মোদিকে তাই এবার টিকে থাকার লড়াই চালিয়ে যেতে হবে।’
ভবিষ্যতে এনডিএ জোটের অন্দরে টানাপড়েন মোদির সরকারকে বিপাকে ফেলতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন রাহুল। তিনি বলেন, ‘এবার সংসদীয় পাটিগণিত এমনই ভঙ্গুর যে, ভবিষ্যতে সামান্য মতবিরোধও সরকারের পতন ঘটাতে পারে।’
গণমাধ্যমটির তথ্য অনুসারে, ভারতের ৫৪৩ আসনের লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৭২ জন সংসদ সদস্যর সমর্থন।
এনডিএ ২৯৩টি আসন পেলেও বিজেপির একার ঝুলিতে ২৪০। ফলে সংখ্যাগরিষ্ঠতার জন্য টিডিপির ১৬, জেডিইউর ১২, শিন্ডেসেনার সাত, এলজিপিআরের পাঁচ সংসদ সদস্যের সমর্থন মোদির কাছে গুরুত্বপূর্ণ। অন্যদিকে ৯৯টি আসনে জিতে কংগ্রেস এক দশক পরে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। সামগ্রিকভাবে বিরোধী জোট ইন্ডিয়ার ২৪৩ জন সংসদ সদস্য রয়েছেন।
ফলে আগামী দিনে সংসদের নিম্নকক্ষে মোদি সরকার বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে।
এই পরিস্থিতিতে গত ৮ জুন লোকসভা ভোটে জয়ী তৃণমূল প্রার্থীদের নিয়ে বৈঠকের পর মমতা বলেছিলেন, ‘ইন্ডিয়াই আগামী দিনে সরকার গড়বে। সেটা শুধু সময়ের অপেক্ষা। এখন আমরা পরিস্থিতির দিকে নজর রেখে চলছি।’
এরপর ১৫ জুন কংগ্রেস সভাপতি খড়গে বলেন, ‘ভুল করে এনডিএ সরকার গঠিত হয়েছে।