Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
October 11, 2024
হেডলাইন
Homeপ্রধান সংবাদবিশ্বের শীর্ষ ১০০ লিড সার্টিফায়েড গ্রিন ফ্যাক্টরির ৬০টিই বাংলাদেশের: বিজিএমইএ

বিশ্বের শীর্ষ ১০০ লিড সার্টিফায়েড গ্রিন ফ্যাক্টরির ৬০টিই বাংলাদেশের: বিজিএমইএ

বিশ্বের শীর্ষ ১০০ লিড সার্টিফায়েড গ্রিন ফ্যাক্টরির ৬০টিই বাংলাদেশের: বিজিএমইএ

বিশ্বের শীর্ষ ১০০ লিড সার্টিফায়েড গ্রিন ফ্যাক্টরির (এলইইডি) ৬০টিই বাংলাদেশের। গতকাল বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এ দাবি করেছে। এর মধ্য দিয়ে দেশে এলইইডি সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা ২২৬-এ দাঁড়াল।

লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন (এলইইডি) মূলত বিশ্বব্যাপী স্বীকৃত গ্রিন বিল্ডিং রেটিং সিস্টেম, যা পরিবেশগত দায়বদ্ধতা এবং জ্বালানি দক্ষতার ওপর গুরুত্বারোপ করে।

যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) পরিবেশবান্ধব সনদপ্রাপ্তির ক্ষেত্রে একটি কারখানাকে নয়টি শর্ত পরিপালন করতে হয়। এতে মোট ১১০ নম্বর বরাদ্দ থাকে। যার মধ্যে কোনো কারখানা ৮০-এর বেশি পেলে লিড প্লাটিনাম, ৬০-৭৯ পেলে লিড গোল্ড, ৫০-৫৯ নম্বর পেলে লিড সিলভার এবং ৪০-৪৯ নম্বর পেলে লিড সার্টিফায়েড সনদ দেয়া হয়।

নতুন সনদপ্রাপ্ত শীর্ষ দুটি কারখানা হলো ঢাকার আশুলিয়ার দিয়াখালী ও মোল্লা বাজারে অবস্থিত সাদাতিয়া সোয়েটার্স লিমিটেড এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলায়েদ এলাকায় অবস্থিত এক্সিকিউটিভ গ্রিনটেক্স লিমিটেড। কারখানা দুটি প্লাটিনাম ও গোল্ড ক্যাটাগরিতে যথাক্রমে ৯১ ও ৬৯ স্কোর অর্জন করেছে।

এ দুটি কারখানা যুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশে লিড সার্টিফায়েড ফ্যাক্টরির সংখ্যা দাঁড়িয়েছে ২২৬-এ। এর মধ্যে ৮৯টি প্লাটিনাম, ১২৩টি গোল্ড, ১০টি সিলভার এবং সার্টিফায়েড ফ্যাক্টরি চারটি।

বিজিএমইএর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটের চ্যালেঞ্জ এবং বর্তমান জাতীয় ও ভূ-রাজনৈতিক ঘটনাবলি সত্ত্বেও বাংলাদেশের তৈরি পোশাক শিল্প সহনশীলতা এবং টেকসই প্রবৃদ্ধির প্রতি অবিচল প্রতিশ্রুতি প্রদর্শন করে চলেছে।

উল্লেখযোগ্য সংখ্যক এলইইডি সার্টিফিকেশন অর্জনের এ অগ্রগতি পরিবেশগত টেকসই উন্নয়ন এবং নির্ভরযোগ্য সোর্সিং গন্তব্য হিসেবে এ শিল্পের অবস্থানকে শক্তিশালী করতে সক্রিয় দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে।

এতে আরো বলা হয়েছে, ‘আমরা আমাদের কার্যক্রমের স্থায়িত্বকে ধারাবাহিকভাবে অগ্রাধিকার দিয়েছি। একই সঙ্গে এটিও নিশ্চিত করে যে আমাদের প্রবৃদ্ধি বিশ্বব্যাপী সর্বোত্তম অনুশীলন এবং পরিবেশগত ন্যস্ত দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’

বিজিএমইএ বলছে, এ অর্জন বিশ্বব্যাপী টেকসই ফ্যাশন আন্দোলনে বাংলাদেশকে শীর্ষস্থানে তুলে এনেছে। বিশ্বব্যাপী এলইইডি-প্রত্যয়িত ১০০টি সবুজ কারখানার মধ্যে ৬০টি বাংলাদেশে অবস্থিত। অন্যদিকে সারা বিশ্বে এলইইডি সনদপ্রাপ্ত শীর্ষ ২০টি কারখানার মধ্যে ১৮টিই রয়েছে বাংলাদেশে। এর মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি পেয়েছে গাজীপুরের কোনাবাড়ীর এসএম সোর্সিং। ১১০ নম্বরের মধ্যে কারখানাটি ১০৬ পেয়েছে।

দেশের অন্য শীর্ষস্থানীয় পরিবেশবান্ধব কারখানাগুলোর মধ্যে রয়েছে ময়মনসিংহের গ্রিন টেক্সটাইল, গাজীপুরের নিট এশিয়া ও ইন্টিগ্রা ড্রেসেস, নারায়ণগঞ্জের রেমি হোল্ডিংস ও ফতুল্লা অ্যাপারেলস, গাজীপুরের লিডা টেক্সটাইল অ্যান্ড ডায়িং ও লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ এবং মানিকগঞ্জের তারাসিমা অ্যাপারেলস।

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment