বিশ্বে এখনও আরও ৫.৯ মিলিয়ন নার্স দরকার
করোনা ভাইরাসে বিশ্বের এখন পর্যন্ত প্রায় ৮১ হাজারেরও বেশি মানুষ মারা গেছে। আক্রান্ত হয়েছেন ১৪ লক্ষ ১০ হাজারের বেশি।
এমন পরিস্থিতিতে চ্যালেঞ্জের মুখে পড়েছে বৈশ্বিক স্বাস্থ্যসেবা। ইতোমধ্যে বিশ্বে এখনও ৫.৯ মিলিয়ন নার্সের প্রয়োজন বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাডানম গ্যাব্রিয়েসুস বলেন, যে কোন স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড হচ্ছে নার্সরা। করোনায় অনেক নার্সই সামনে থেকে যুদ্ধ করছেন। কিন্তু এখনও প্রায় ৬০ লাখ নার্স কম রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া তথ্য অনুযায়ী, পৃথিবীতে ২ কোটি ৮০ লাখ নার্স রয়েছে। গত ৫ বছরে নার্সের সংখ্যা প্রায় ৪৭ লক্ষ বেড়েছে বলেও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গোটা পৃথিবী নার্স সংকটে থাকলেও সবচেয়ে বেশি নাজুক অবস্থা কিছু কিছু অঞ্চলে।
এরমধ্যে আফ্রিকা অন্যতম। সেখানে নার্স সংকট সবচেয়ে প্রবল। এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশেও নার্স সংকট অনেক বেশি।◉