বেলারুশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র
বেলারুশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজ জানিয়েছে, দেশটি ইউরোপের একটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন এবং এক ভিন্ন মতাবলম্বীকে গ্রেফতার করায় ওয়াশিংটন এমন পদক্ষেপ নিতে যাচ্ছে।
গত সপ্তাহে (২৩ মে) গ্রিস থেকে লিথুয়ানিাগামী রায়ানএয়ারের একটি বিমানকে বোমা হামলার হুমকি দিয়ে তার গতিপথ পরিবর্তনে বাধ্য করা হয়। ওই বিমানে ছিলেন বেলারুশের সাংবাদিক এবং আন্দোলনকর্মী রোমান প্রোতাসেভিচ।
পশ্চিমা দেশগুলো বেলারুশের বিরুদ্ধে রায়ানএয়ারের বিমানটি ‘ছিনতাই’-এর অভিযোগ করেছে। শুক্রবার এক বিবৃতিতে মার্কিন প্রেস সেক্রেটারি জেন পিসাকি রোমান প্রতাসাভিচের গ্রেফতারকে ‘আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন’ বলে অভিহিত করেন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেলারুশের বিরুদ্ধে ইতোমধ্যে আরও বিভিন্ন পদক্ষেপ ঘোষণা করা হয়েছে উল্লেখ করে ওয়াশিংটন জানায়, দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো সরকারের গুরুত্বপূর্ণ সদস্যদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের একটি তালিকা তৈরি করার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করছে।
বেলারুশের সরকারি মালিকানাধীন ৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আগামী ৩ জুন থেকে কার্যকর করা হবে। গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীদের ব্যাপক দমনপীড়ন চালানোর পর গত এপ্রিলে ফের এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।❐