বেলুচিস্তানে ২৪ ঘণ্টায় ২৪৩৪ ম্যালেরিয়া রোগী শনাক্ত
পাকিস্তানের বেলুচিস্তানে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৩৪ জন ম্যালেরিয়া রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে ভয়াবহ বন্যার পর বেশ কয়েকটি প্রদেশে পানিবাহিত রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম প্রিন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার (৬ অক্টোবর) বেলুচিস্তানের স্বাস্থ্য বিভাগের মিডিয়া কো-অর্ডিনেটর ডাক্তার ওয়াসিম বেগ জানান, বেলুচিস্তানের নাসিরাবাদ, জাফরাবাদ, সোহবতপুর, ঝাল মাগসি, সিবি ও কাচিতে হাজার হাজার রোগী শনাক্ত হয়েছেন। বন্যাকবলিত এই অঞ্চলগুলো বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকিতে রয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নাসিরাবাদ বিভাগে একদিনে ২ হাজার ৪৩৪ জন ম্যালেরিয়া রোগী শনাক্ত করা হয়েছে। বন্যাকবলিত অঞ্চলটিতে ১ হাজার ৬২১টি মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হয়েছে।
এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়, বন্যার পর বেলুচিস্তানের মতো ক্ষতিগ্রস্ত বিভিন্ন প্রদেশে প্রতিদিন ডায়রিয়া, ছোঁয়াচে রোগের সংক্রমণ ও ম্যালেরিয়ায় আক্রান্ত অসংখ্য রোগী শনাক্ত করা হচ্ছে।