ব্যাংককে শপিং মলে গুলি করে হত্যা, কিশোর আটক
থাইল্যান্ডের ব্যাংককে একটি শপিং মলে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন আরও ছয়জন।
মঙ্গলবার স(৩ অক্টোবর) সেন্ট্রাল ব্যাংককের বিলাসবহুল শপিং মল সিয়াম প্যারাগনে হতাহতের এ ঘটনায় জড়িত সন্দেহে ১৪ বছরের এক কিশোরকে আটক করা হয়েছে।
ইরাওয়ান ইমার্জেন্সি সেন্টারের পরিচালক ইউথানা স্রেটানান সংবাদকর্মীদের বলেন, প্রাথমিকভাবে তিনজনকে হত্যার বিষয়ে তথ্য পাওয়া গেলেও প্রকৃতপক্ষে মৃত্যু হয়েছে একজনের। ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
মলে এলোপাতাড়ি গুলির কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইনে। তবে সেসব ভিডিও যাচাই করা সম্ভব হয়নি। একটি ভিডিওতে দেখা যায়, গুলির শব্দ শুনে শপিং মল থেকে শিশুসহ শত শত মানুষ ছুটে বেরিয়ে আসছে। তাদের মধ্যে কেউ কেউ দোকান, রেস্তোরাঁ ও বাথরুমের মধ্যেও আশ্রয় নিয়েছে।
চীনা পর্যটক লিউ শিয়িং মলের ভেতর থেকে এপিকে বলেন, তিনি লোকজনদের দৌড়াতে দেখেছেন এবং বলতে শুনেছেন, কেউ একজন গুলি করছেন। তিনি বলেন, মলের মধ্যে একটি অ্যালার্ম বেজে উঠল এবং আলো নিভে গেল।
পুলিশের মুখপাত্র আচায়ন ক্রাইথং বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে জাতীয় পুলিশপ্রধান নির্দেশ দিয়েছেন। মুষলধারে বৃষ্টির মধ্যে মলের বাইরে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।