ব্রুকলিন বরো প্রেসিডেন্ট কর্তৃক ফোবানা সেক্রেটারি ও কনভেশন মেম্বার সেক্রেটারির সম্মাননা লাভ
ফোবানা সেক্রেটারি কাজী আজম ও ফোবানা কনভেশন মেম্বার সেক্রেটারি ফিরোজ আহমেদ কোভিড হিরো হিসাবে ব্রুকলিন বরো প্রেসিডেন্ট এরিক এডামস কর্তৃক সম্মাননা লাভ করেছেন।
আজ নিউ ইয়র্ক থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা মহামারীতে জীবনের ঝুঁকি নিয়ে যারা বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদের মধ্য থেকে ৮২ জনকে নির্বাচিত করে এই সম্মননা প্রদান করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন জাতি, গোষ্ঠী ও শ্রেণিপেশার মানুষ যারা সরাসরি মানবসেবায় জড়িত ছিলেন তাদের মধ্যে থেকে এই বাছাই পর্ব নির্বাচন করা হয়।
নির্বাচিতদের মধ্যে দুই প্রবাসী বাংলাদেশি কাজী আজম ও ফিরোজ আহমেদ এই সম্মননা লাভ করেন। এছাড়া ভারত, পাকিস্তান, নেপাল, জুইস কমিউনিটি, আফ্রিকান কমিউনিটিসহ মোট ৮২ জন এই সম্মননা লাভ করেন।

ব্রুকলিনের বরো হল ও সুপ্রিম কোর্ট চত্বরে সন্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ফোবানা সেক্রেটারি কাজী আজম ও ফোবানা কনভেশন মেম্বার সেক্রেটারি ফিরোজ আহমেদ এবং ব্রুকলিন বরো প্রেসিডেন্ট এরিক এডামস্- সংগৃহীত ছবি।
গেল ২২ সেপ্টেম্বর ব্রুকলিনের বরো হল ও সুপ্রিম কোর্ট চত্বরে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ব্রুকলিন বোরো প্রেসিডেন্ট এই সম্মননা প্রদান করেন।
পেনডামিক চলাকালে ফোবানার পক্ষে নিউ ইয়র্কের বিভিন্ন বরোতে মোট ৮টি স্থানে কোভিড ও অ্যান্টিবডি টেস্ট, নিজস্ব তহবিল থেকে কয়েকশ’ পরিবারকে খাদ্যসামগ্রী, মাস্ক বিতরণ, ও কমিউনিটির সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভার্চুয়াল মিটিং ইত্যাদি এই সম্মননা লাভে মূলত গুরুত্ব পায় বলে জানানো হয়।
এ কার্যক্রমে ফোবানার চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান, ভাইস চেয়ারম্যান আলী ইমাম শিকদার, কনভেনশন কনভেনর শাহ নেওয়াজ, নিশান রহীম, কাজী ওয়াহেদ এলিন, সৈয়দ এনায়েত আলী, মাকসুদুল হক চৌধুরী ও ফোবানার সকল কর্মকর্তারা সার্বক্ষণিক সহযোগিতা করেন।
ফোবানা চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান ফোবানার এই দুই কর্মকর্তাকে সমাজ কর্মের স্বীকৃতি স্বরূপ এই সম্মননা প্রদান করায় বোরো প্রেসিডেন্ট এরিক এডামসকে ধন্যবাদ জানান।❐