Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 13, 2025
হেডলাইন
Homeআন্তর্জাতিকভয়াবহ বন্যায় কঙ্গোয় শতাধিক প্রাণহানি, নিখোঁজ ৫০

ভয়াবহ বন্যায় কঙ্গোয় শতাধিক প্রাণহানি, নিখোঁজ ৫০

ভয়াবহ বন্যায় কঙ্গোয় শতাধিক প্রাণহানি, নিখোঁজ ৫০

আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলের সাউথ কিভু প্রদেশে টানা ভারি বৃষ্টির ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া এখনো ৫০ জন নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির কর্মকর্তারা।

স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টার দিকে সাউথ কিভুর লেক টাঙ্গানিকার তীরবর্তী এনগানজার কাসাবা গ্রামে প্রবল পানির ঢল নামে। প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট এই বন্যায় ঘরবাড়ি ভেসে গেছে এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খবর আরব নিউজের।

প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী থিওফিল ওয়ালুলিকা মুজালিও রোববার আরব নিউজকে জানান, উদ্ধারকাজ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

তিনি বলেন, ‘সেক্টরপ্রধান, গ্রামপ্রধান এবং স্থানীয় সরকারি প্রতিনিধিরা ঘটনাস্থলে আছেন। বর্তমানে সেখানে রেড ক্রসের একটি মানবিক সংস্থাও উপস্থিত রয়েছে। লাশ উদ্ধারের কাজ চলমান থাকায় এখনই চূড়ান্ত হিসাব দেওয়া সম্ভব নয়’।

এদিকে রয়টার্স জানিয়েছে, সাউথ কিভু প্রদেশের ফিজি অঞ্চলের প্রশাসক স্যামি কালোদজি শনিবার রাতে এক বিবৃতিতে বলেছেন, এলাকা থেকে প্রাপ্ত প্রতিবেদনে ‘১০০ জনেরও বেশি মৃত্যুর ইঙ্গিত পাওয়া গেছে’।

এই দুর্যোগের মাত্র কয়েক সপ্তাহ আগে কঙ্গোর রাজধানী কিনশাসায় একইরকম ঘটনায় অন্তত ৩৩ জন প্রাণ হারান। চলমান রাজনৈতিক সহিংসতা ও বিদ্রোহের কারণে দেশটির অবকাঠামো ও মানবিক সহায়তা ব্যবস্থা ইতোমধ্যেই ভেঙে পড়েছে।

জাতিসংঘ জানিয়েছে, ফেব্রুয়ারি থেকে সরকার বাহিনী ও সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। যা ইতোমধ্যেই বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের মধ্যে একটি হিসেবে বিবেচিত।

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment