ভারতীয় নেতার ওপর ‘হামলার পরিকল্পনা’, রাশিয়ায় গ্রেপ্তার আইএস সদস্য
রাশিয়ার গোয়েন্দা সংস্থা ‘ফেডারেল সিকিউরিটি সার্ভিস’ (এফএসবি) সোমবার বলেছে, ভারতের ক্ষমতাসীন শীর্ষ নেতার ওপর হামলার পরিকল্পনা করার অভিযোগে তারা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) এক সদস্যকে গ্রেপ্তার করেছে।
রুশ সংবাদ সংস্থা স্পুিনক বলেছে, ভারতে ক্ষমতাসীন শীর্ষ নেতাদের একজন ছিলেন ওই জঙ্গির নিশানায়। এফএসবির প্রকাশিত এক ভিডিওতে ওই জঙ্গিকে তেমন কথাই বলতে শোনা যায়। তবে তার মুখে নির্দিষ্ট কারো নাম শোনা যায়নি।
ভিডিও অনুযায়ী, ওই জঙ্গির বক্তব্য, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করায় আইএস নেতৃত্বের নির্দেশে তিনি ভারতের ক্ষমতাসীন নেতার ওপর হামলা করতে চেয়েছেন।
রুশ প্রশাসন এক বিবৃতিতে বলেছে, ‘নিষিদ্ধ আইএস জঙ্গিগোষ্ঠীর এক সদস্যকে আটক করেছে এফএসবি। তিনি মধ্য এশিয়ার একটি দেশের নাগরিক। ভারতের শাসকদলের এক শীর্ষ নেতার বিরুদ্ধে আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা করছিলেন তিনি। তাকে আত্মঘাতী জঙ্গি হিসেবে নিয়োগ দিয়েছিলেন তুরস্কের এক আইএস নেতা।’
এনডিটিভি