ভারতের কুনো জাতীয় উদ্যানে আরো এক চিতার মৃত্যু
নামিবিয়া থেকে আনা উদয় নামের আরেকটি চিতার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ভারতের জাতীয় উদ্যানে এক কর্মকর্তা। রবিবার সকাল ৯টায় চিতাটিকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। চিকিৎসা শুরু করা হলেও বাঁচানো যায়নি চিতাটিকে। ওই দিনই বিকেল ৪ টায় চিতাটির মৃত্যু হয়।
এই নিয়ে প্রায় এক মাসের মধ্যে কুনো জাতীয় উদ্যানে মোট দুটি চিতার মৃত্যু হলো। কুনো জাতীয় উদ্যান থেকে প্রায়ই চিতাগুলো পালিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। বন দপ্তরের কর্মীরা এ নিয়ে বেশ চিন্তায় আছেন। জাতীয় উদ্যানের একজন কর্মকর্তা প্রকাশ কুমার বর্মা জানান, শুধু উদ্যানের বাকি চিতাই নয় নামিবিয়া থেকে আনা একটি চিতাও মাঝে মধ্যেই উদ্যান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কুনো জাতীয় উদ্যান থেকে গত এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিল ‘ওবান’ নামে একটি পুরুষ চিতা। বিষয়টি জানার পর পরই সেটির খোঁজ শুরু করেছিল বন দফতর। প্রায় সাত দিন ধরে খোঁজ চালানোর পরে, গতকাল রাত সাড়ে ৯ টায় উত্তরপ্রদেশের একটি জঙ্গলের দিকে সেটিকে দেখা যায়। পরে চিতাটিকে ধরা হয়।
গত ২৭ মার্চ কুনো জাতীয় উদ্যানে শাশা নামে আরেকটি চিতার মৃত্যু হয়। উদ্যানে আসার আগে থেকেই শাশা কিডনির অসুখে আক্রান্ত ছিল বলে পার্ক কর্তৃপক্ষের দাবি। নামিবিয়া থেকে নিয়ে আসার ছয় মাসের মধ্যেই শাশার মৃত্যু হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আরো এক চিতার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কুনো জাতীয় উদ্যানে।
সূত্র : আনন্দবাজার