Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
December 22, 2024
হেডলাইন
Homeভারতভারতে সামরিক বিমান তৈরি করবে টাটা ও এয়ারবাস

ভারতে সামরিক বিমান তৈরি করবে টাটা ও এয়ারবাস

ভারতে সামরিক বিমান তৈরি করবে টাটা ও এয়ারবাস

নিজ দেশে সামরিক বিমান তৈরির কাজে হাত দিচ্ছে ভারতের টাটা গ্রুপ। এই প্রথম ভারতীয় বেসরকারি কোনো প্রতিষ্ঠান এ ধরনের প্রকল্পে হাত দিল। মূলত ভারতীয় বিমানবাহিনীর জন্য সি-২৯৫ পরিবহন আকাশযান তৈরি করবে টাটা ও এয়ারবাস।

গত বৃহস্পতিবার এ ব্যাপারে ঘোষণা দিয়েছে দেশটির সরকার। প্রকল্পে খরচ হবে ২০০ কোটি ডলার; ভারতীয় মুদ্রায় যা দাঁড়াচ্ছে ২১ হাজার ৯০০ কোটি রুপি।

ভারতের পশ্চিমাঞ্চলের রাজ্য গুজরাটনির্ভর হবে পুরো প্রকল্প। আগামী রবিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিমান উৎপাদন ইউনিটের উদ্বোধন করবেন।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের প্রকল্প এবারই প্রথম, যেখানে ভারতে সামরিক বিমান তৈরি করবে বেসরকারি প্রতিষ্ঠান।

এত দিন সশস্ত্র বাহিনীর জন্য আকাশযান তৈরির কাজ করেছে রাষ্ট্র মালিকানাধীন হিন্দুস্তান এরোনটিকস। সি ২৯৫ এয়ারক্রাফট হালকা ও মাঝারি মাপের বিমান। এয়ারবাসের এই বিমান যে কোনও অভিযানে ব্যবহার করা যেতে পারে। সেকারণেই বিশ্বজুড়ে এ বিমানের চাহিদা বেশি। যেকোনো আবহাওয়ায় সমানভাবেই কার্যকর এই বিমান।

বিশ্বে ভারতই সবচেয়ে বেশি প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি করে। দশকের পর দশক ধরে দেশটি সামরিক হাতিয়ারের জন্য রাশিয়ার মতো দেশগুলোর ওপর নির্ভরশীল।

কয়েকবছর ধরে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকার বিদেশ থেকে আমদানির ওপর নির্ভরশীলতা কমিয়ে দেশীয়ভাবেই এইসব সরঞ্জাম তৈরি বাড়ানোর তাগিদ দিয়ে আসছে।

সেদিক থেকে টাটা-এয়ারবাসের যৌথভাবে সামরিক বিমান তৈরির এ প্রকল্পকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ প্রচারাভিযানেরই একটি ধাপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

স্পেনের সংস্থা ‘এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস’-এর সঙ্গে ভারতীয় টাটা গোষ্ঠীর মধ্যে ২০২১ সালের সেপ্টেম্বরে এ সংক্রান্ত চুক্তি হয়। চুক্তি মোতাবেক, ১০ বছরে স্পেনের বিমান নির্মাতা সংস্থাটির সঙ্গে যৌথভাবে ভারতে মোট ৪০টি সি-২৯৫ মাঝারি ক্ষমতাসম্পন্ন সামরিক পরিবহন বিমান বানানো হবে। এই বিমানগুলো ভারতীয় বিমান বাহিনীর পাঁচ দশক পুরনো অ্যাভ্রো-৭৪৮-এর স্থলাভিষিক্ত হবে।

বিবিসি

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment