Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
October 11, 2024
হেডলাইন
Homeআন্তর্জাতিকভারত, পাকিস্তান ও গ্রিসে গত দশকের সবচেয়ে খারাপ রেল বিপর্যয়

ভারত, পাকিস্তান ও গ্রিসে গত দশকের সবচেয়ে খারাপ রেল বিপর্যয়

ভারত, পাকিস্তান ও গ্রিসে গত দশকের সবচেয়ে খারাপ রেল বিপর্যয়

ভারতে তিনটি ট্রেনের সংঘর্ষে শতাধিক মানুষ নিহত এবং আহত হয়েছেন। এই মর্মান্তিক মুহূর্তে AFP ফিরে দেখলো গত ১০ বছরের সবচেয়ে খারাপ রেল বিপর্যয় –

২৮ ফেব্রুয়ারি, ২০২৩: এথেন্স এবং থেসালোনিকির মধ্যে একটি মালবাহী ট্রেন এবং একটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৫৭ জনের মৃত্যু হয়, দেশের সবচেয়ে খারাপ রেল দুর্ঘটনার মধ্যে এটি ছিলো একটি।

১০ মার্চ, ২০২২: কঙ্গোর লুয়ালাবা প্রদেশে স্টোয়াওয়ে বোঝাই একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। এতে কমপক্ষে ৭৫ জন নিহত এবং ১২৫ জন আহত হন। এক মাস পর একই এলাকায় একটি পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হলে অন্তত আটজন মারা যান।

৭ জুন, ২০২১: পাকিস্তানের দক্ষিণ সিন্ধু প্রদেশে কৃষিজমির মধ্য দিয়ে আসা একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্য একটি যাত্রীবাহী ট্রেনকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় কমপক্ষে ৬৩ জন মারা গিয়েছিলেন।

২ এপ্রিল, ২০২১: একটি যাত্রীবাহী ট্রেন ও একটি ট্রাকের সাথে সংঘর্ষে কমপক্ষে ৪৯ জন নিহত এবং ২০০ জন আহত হন। হুয়ালিয়েন শহরের কাছে একটি বাঁধের নিচে ট্রেনটি পিছলে পড়ে যায় – যা কয়েক দশকের মধ্যে দ্বীপের সবচেয়ে খারাপ রেল বিপর্যয় হিসেবে চিহ্নিত হয়ে আছে ।

৩১ অক্টোবর, ২০১৯: লাহোরের কাছে একটি ধর্মীয় সমাবেশে তীর্থযাত্রীদের বহনকারী একটি উপচে পড়া যাত্রীবাহী ট্রেনে আগুন লেগে কমপক্ষে ৭৪ জন মারা যান এবং ৪০ জনেরও বেশি আহত হন।

১৯ অক্টোবর, ২০১৮: উত্তর ভারতে একটি হিন্দু উৎসবের সময় আতশবাজি দেখার সময় একটি দ্রুতগামী ট্রেনের নিচে পড়ে অন্তত ৬০ জন লোক মারা যান।

২০ শে নভেম্বর, ২০১৬: উত্তরপ্রদেশে প্রায় ২০০০ জন লোক নিয়ে একটি ইন্দোর-পাটনা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হলে কমপক্ষে ১৪৬ জন মারা যান।

২১ শে অক্টোবর, ২০১৬: রাজধানী ইয়াউন্ডে থেকে অর্থনৈতিক হাব ডুয়ালার দিকে যাওয়ার পথে একটি ট্রেন লাইনচ্যুত হয়, কমপক্ষে ৭৯ জন নিহত এবং প্রায় ৫৫০ জন আহত হন। তদন্ত শেষে জানা যায়, দুর্ঘটনার আগে ট্রেনটি “অস্বাভাবিকভাবে” দ্রুতগতিতে চলছিলো।

২২ শে এপ্রিল, ২০১৪: ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর দক্ষিণের একটি জলাবদ্ধ এবং দুর্গম অংশে শত শত অবৈধ যাত্রী বহনকারী একটি পণ্যবাহী ট্রেন রেলপথ থেকে পিছলে গেলে কমপক্ষে ১৩৬ জন নিহত হন। অনেককে অকুস্থলেই দাফন করতে হয়েছে।

২৪ জুলাই, ২০১৩: উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সান্তিয়াগো দে কম্পোসটেলার কাছে একটি উচ্চ-গতির ট্রেন একটি কংক্রিটের দেয়ালে ধাক্কা মারলে প্রায় ৮০ জন নিহত এবং প্রায় ১৪০ জন আহত হন। বাঁক নেবার সময়ে ট্রেনটির গতি অনেক বেশি ছিলো বলে জানা গেছে।

সূত্র: খালিজ টাইমস

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment