Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 19, 2024
হেডলাইন
Homeপ্রধান সংবাদভালোবাসা আর সংহতি ধর্মান্ধতা ও ফ্যাসিবাদের মুখোমুখি: অরুন্ধতী রায়

ভালোবাসা আর সংহতি ধর্মান্ধতা ও ফ্যাসিবাদের মুখোমুখি: অরুন্ধতী রায়

ভালোবাসা আর সংহতি ধর্মান্ধতা ও ফ্যাসিবাদের মুখোমুখি: অরুন্ধতী রায়

চলমান বিক্ষোভে অংশ নিয়ে নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিক তালিকার (এনআরসি) বিরুদ্ধে ভারতীয় জনগণের প্রতিবাদী স্পৃহাকে অভিবাদন জানিয়েছেন বুকারজয়ী লেখক ও অ্যাকটিভিস্ট অরুন্ধতী রায়। হিন্দুত্ববাদী ও ফ্যাসিস্ট বিজেপির দিন ফুরিয়ে আসছে বলে মনে করছেন তিনি। অরুন্ধতী বলেছেন, ‘ভারত জেগে উঠেছে। সরকারের অবস্থান স্পষ্ট হয়েছে। আজ এমন দিন, যখন ভালোবাসা আর সংহতি ধর্মান্ধতা ও ফ্যাসিবাদের মুখোমুখি।’

গত ১২ ডিসেম্বর ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হওয়ার পর থেকেই দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আইনটিকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে রাজ্যে রাজ্যে বিক্ষোভ চলছে। ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) দিল্লির এক প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে অ্যাকটিভিস্ট অরুন্ধতী রায় বলেন, ‘অসাংবিধানিক সিএবি ও এনআরসির বিরুদ্ধে বিক্ষোভে সবাই অংশ নিয়েছে। প্রতিবাদে দলিত, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, শিক, আদিবাসী, মার্কসবাদী, অম্বেদকারবাদী, কৃষক, শ্রমিক, গবেষক, লেখক, কবি, শিল্পী ও শিক্ষার্থী-সবাই অংশ নিয়েছে। এখন আপনারা (সরকার) আমাদের থামাতে পারবেন না।’

বুকারজয়ী লেখক অরুন্ধতী রায় দাবি করেছেন, সিএএ ও এনআরসি দিয়ে বিজেপি সরকার আমাদের সংবিধানকে পঙ্গু করতে চায়। এগুলো বৈষম্যমূলক দাবি করে তিনি বলেন, ‘এটা কেবল শরণার্থী সংশ্লিষ্ট নয়। যদি তা হয়ও, তারপরও মুসলিমদের প্রতি বৈষম্যমূলক হওয়ায় এটা অবৈধ। সিএএ ও এনআরসি দেশের সব নাগরিককে আবেদনকারীতে পরণিত করেছে। এই আইন শুধু মুসলিমদের বিরুদ্ধে নয়, দরিদ্রদের বিরুদ্ধেও।’ তিনি বলেন, সব ধর্ম ও জাতিসত্তার মানুষ একত্রিত পদচারণায় বিভেদ সৃষ্টিকারী, ফ্যাসিবাদী ও ধর্মান্ধ সরকারের বিরুদ্ধাচরণ করছে।

বিজেপি সরকারকে সতর্ক করে ওই বুকারজয়ী লেখক বলেন, এই সরকারের দিন ফুরিয়ে আসার সূচনাপর্ব এটা। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব-ঘৃণা ছড়ানো ও আন্দোলনে গুন্ডা-পুলিশকে লেলিয়ে দেওয়ার আশঙ্কা থাকা সত্ত্বেও তিনি মনে করেন, বিক্ষোভকারীদের দমিয়ে রাখতে পারবে না তারা, এই ফ্যাসিবাদের অবসান হবে।

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment